রাজারহাটে প্রাতঃভ্রমণে বেরিয়ে আক্রান্ত হওয়ার ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু তাঁর এই অভিযোগকে নস্যাৎ করে দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রোজই তাঁর উপর হামলার অভিযোগ শোনা যায়। কিন্তু সেই অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের এমন কোনও পরিস্থিতি হয়নি যাতে তাদের হিংসার পথ ধরতে হবে”। বর্ষীয়ান এই তৃণমূল নেতার মতে, লোকসভায় কয়েকটি আসন দখল করে কেউ যদি মনে করে বিধানসভাতে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে, তাহলে সে ধারণা একেবারেই ভুল। বিধানসভা ভোটে রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফের জয়ী করবেন বলে মন্তব্য করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
