মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের বিজেপি সরকারে ২৮ জন মন্ত্রী বৃহস্পতিবার শপথ নিলেন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বেশ কয়েকজন অনুগত বিজেপি সরকারের মন্ত্রী হলেন৷ এর মধ্যে আছেন যশোধরা রাজে সিন্ধিয়াও৷ শপথবাক্য পাঠ করান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, তিনি বর্তমানে মধ্যপ্রদেশের অতিরিক্ত দায়িত্বে আছেন৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন সকালেই হিন্দিতে এক টুইটে বলেছেন, “যারা আজ শপথ নিয়েছেন তাঁদের সবাইকে অভিনন্দন জানাই । মধ্যপ্রদেশে উন্নয়ন ও জনকল্যাণের সাধারণ লক্ষ্য অর্জনে আমরা সবাই একসাথে কাজ করব। আমি আত্মবিশ্বাসী যে নতুন সংস্কার আনতে আমি আপনার পূর্ণ সমর্থন পাবো”৷ মন্ত্রিসভার সম্প্রসারণ গত মার্চ থেকে মুলতুবি ছিলো।
