ভারত ও অন্যান্য দেশের বিরুদ্ধে যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বেজিং, তাতেই গোটা দুনিয়ার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে চিনা কমিউনিস্ট পার্টির অাসল চেহারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন হোয়াইট হাউসের প্রেস সচিব কেলি ম্যাকানেনি। পূর্ব লাদাখে ভারত ও চিনের সীমান্ত সংঘর্ষের ঘটনার পিছনে চিনা কমিউনিস্ট পার্টির অাগ্রাসী মনোভাবকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, কমিউনিস্ট পার্টির অাসল চরিত্র স্পষ্ট হয়ে গিয়েছে। তারা সব জায়গায় আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে। আমেরিকা পরিস্থিতির উপর নজর রাখছে। আমরা আশা করি, ভারত ও চিন দুদেশই শান্তিপূর্ণভাবে উত্তেজনা প্রশমনের চেষ্টা করবে।
