দুর্নীতির তদন্ত করা উচিত আইসিসি-র, গড়াপেটা নিয়ে মত বিসিসিআই দুর্নীতি দমন শাখার প্রধানের

২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচ গড়াপেটার অভিযোগ এনেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ অতুলগামাগে। ইতিমধ্যে তা নিয়ে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা সরকার। তবে প্রায় এক দশক আগের তথ্য পাওয়া কঠিন বলে মনে করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দুর্নীতি দমন শাখা।

বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিংহ সংবাদ মাধ্যমকে জানান, “১০ বছর পর এমন অভিযোগ সত্যি অবাক করার মতো। তদন্ত করতে যত দেরি হবে প্রমাণ মিলতে তত দেরি হবে।” তাঁর মতে “এই ধরণের তদন্ত করা উচিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। কারণ বিশ্বকাপ খেলা হচ্ছিল আইসিসির অধীনে। দুর্নীতির অভিযোগ উঠলে তা আইসিসিরই তদন্ত করা উচিত।”

Previous articleরিপোর্ট না মেলায় 16 ঘণ্টা মিষ্টির দোকানে পড়ে দেহ
Next article*রাজনাথ- নারাভানেকে হঠাৎ লাদাখ যেতে বলা হলো, বড় সিদ্ধান্তের ইঙ্গিত*