ব্রিটেনের সিদ্ধান্তে মহা ফাঁপড়ে চিন

এবার হংকং-এর নাগরিকত্ব ঘটনায় ব্রিটেনের বিরুদ্ধে কড়া বার্তা দিল লন্ডনের চিনা দূতাবাস। আগেই ডিজিটাল স্ট্রাইক করে ৫৯ টি চিনা অ্যাপ ব্যান করেছে ভারত। ভারতের পাশে  দাঁড়িয়েছে  ফ্রান্স, ইজরায়েল, আমেরিকা, রাশিয়া। হংকংয়ের ঘটনায় চিনের বিরুদ্ধে গিয়েছে ব্রিটেন। তবু হুঁশিয়ারি দিতে ছাড়ছে না জিনপিংয়ের দলবল।

প্রসঙ্গত, নতুন জাতীয় নিরাপত্তা আইন এনে ১৯৯৭ সালের ব্রিটেনকে দেওয়া কথা ভেঙে দিয়েছে চিন। এক দেশ দুই নীতি থেকে সরে এসে হস্তক্ষেপ করেছে হংকংয়ের স্বাধীনতায়। পাল্টা দিতে ছাড়েনি ব্রিটেন। ৩০ লক্ষ হংকংবাসীকে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
এই বিষয়টিতেই সুর চড়া করল চিন। লন্ডনে চিনা দূতাবাস থেকে বলা হয়েছে, “যদি ব্রিটিশরা একতরফা পরিবর্তন আনে তাহলে তা আন্তর্জাতিক নীতিমালা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী আইন বিঘ্নিত করবে।”

Previous articleগরু পাচার: তুফানগঞ্জে বিএসএফের তদন্ত ঘিরে উত্তেজনা, রাজুর বিরুদ্ধে অভিযোগ রবীন্দ্রনাথের
Next article“ইশ ছোটবেলাটা যদি ফিরে পেতাম”! কচিকাঁচাদের ছবি পোস্ট করে আক্ষেপ মিমির