Friday, May 9, 2025

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একটানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহার। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মাথাভাঙায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যেই মাথাভাঙার মানসাই নদীতে হলুদ সংকেত জারি করা হয়েছে। কোচবিহার জেলা সেচ দফতর সূত্রে খবর, তোর্সা সহ সাতটি নদীর জলস্তর বাড়ছে। যার মধ্যে রয়েছে রায়ডাক, মানসাই, ধরলা, কালজানি রয়েছে। 1580.60 মিলিমিটার বৃষ্টি হয়েছে কোচবিহার জেলাজুড়ে। আগামী 24 ঘণ্টায় এই পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে কোচবিহার জেলা প্রশাসন।
ইতিমধ্যেই কোচবিহার পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে। তোরসা নদীর জল বৃদ্ধির কারণে 18 নম্বর, 19 নম্বর ওয়ার্ড, টাকা গাছ, কারিশাল এলাকা জলমগ্ন। ডুবে গিয়েছে বেশ কিছু বাঁশের সাঁকো। যে কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে টাকাগাছ এলাকায়। একই সাথে মানসাই নদীর জল বৃদ্ধির কারণে মাথাভাঙা মহাকুমার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোচবিহার 1 নম্বর ব্লকের সুতুঙ্গা নদীতে জল বেড়েছে। তবে এখনও পর্যন্ত ভুটান থেকে জল ছাড়ার কোনো রকম খবর নেই।
কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। বৃষ্টির কারণে জেলার যে সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, সেই সমস্ত এলাকায় ইতিমধ্যেই জেলা প্রশাসনের প্রতিনিধিরা পৌঁছেছেন। সমগ্র পরিস্থিতির ওপরে জেলা প্রশাসন নজর রেখেছে।

Related articles

মু্ম্বই সিটি থেকে ইস্টবেঙ্গলে বিপিন সিং

দলবদলের মরসুমে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার লাল-হলুদ শিবিরে মুম্বই সিটি এফসি(Mumbai City FC) থেকে চলে এলেন...

রবীন্দ্র চর্চার প্রতি দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান: রবীন্দ্র সদনে কবিগুরুকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রবীন্দ্র চর্চায় নতুন পথ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবীন্দ্র জয়ন্তী তাই বাংলার সংস্কৃতিতে আলাদা স্থান...

৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলা পাকিস্তানের: তথ্য প্রকাশ ভারতের

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আচমকাই পাক ড্রোন হামলায় ভারতের পশ্চিম প্রান্তের একাধিক শহরে আতঙ্ক ছড়ায়। ভারতীয় সেনার এয়ার ডিফেন্স...

জাতীয় শিক্ষানীতি মানতে রাজ্যকে বাধ্য করা যাবে না: সুপ্রিম নির্দেশে বাংলাকেই মান্যতা, দাবি ব্রাত্যর

সুপ্রিম কোর্ট রাজ্যকে জাতীয় শিক্ষানীতি (NEP 2020) বাস্তবায়নে বাধ্য করতে পারে না, স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। সেই...
Exit mobile version