Saturday, November 15, 2025

মার্কিন মুলুকের সময় অনুযায়ী ৩ তারিখে দেখা যাবে HOPE 2020। কিন্তু ভারতীয় সময় ৪ জুলাই সকাল সাড়ে ছয়টায় বিশেষ প্রযুক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে NABC- র উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠান। কোভিড-আমফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন উত্তর আমেরিকার বাঙালিরা। আর তাই অনলাইন মাধ্যমে ৩, ৪ এবং ৫ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাম HOPE 2020। ভারতীয় সময় ৪, ৫ এবং ৬ জুলাই সকাল সাড়ে ৬ টায় অনুষ্ঠান সম্প্রচারিত হবে। আমেরিকার সময় অনুযায়ী ৩, ৪ এবং ৫ জুলাই রাত ৯ টায় অনুষ্ঠান সম্প্রচার করা হবে। NABC- র ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ঢুকলে নির্দিষ্ট সময় অনুষ্ঠান দেখা যাবে। পাশাপাশি ১ ডলারের বিনিময়ে অ্যামাজন ওয়েব সার্ভিসেও এই অনুষ্ঠান দেখা যাবে।

বিশ্বজুড়ে বাঙালি তথা ভারতীয়রা এই উদ্যোগে সামিল হয়েছেন। অনুষ্ঠানে থাকবেন বিখ্যাত ব্যাক্তিরা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্কর মহাদেবন থেকে অঞ্জন দত্ত, রাঘব চট্টোপাধ্যায় থেকে দালের মেহেন্দি, বাবুল সুপ্রিয়, আলকা ইয়াগ্নিক, কবিতা কৃষ্ণমূর্তি, শ্রাবণী সেন, রূপঙ্কর বাগচীরা অনুষ্ঠানে অংশ নেবেন।
এই অনুষ্ঠান দেখতে কোনও টাকা লাগবে না। তবে অনুষ্ঠানে যে বিজ্ঞাপন পাওয়া যাবে সেই থেকে সংগ্রহীত অর্থ দান করা হবে কোভিড-আমফান বিধ্বস্ত অঞ্চলের ত্রাণে। একই সঙ্গে সবার কাছে এই উদ্যোগে সাধ্যমতো সাহায্য করার জন্য আবেদন জানানো হয়েছে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version