প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণের প্রতিবাদে রিষড়ায় বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকার একের পর এক লাভজনক সংস্থাকে দেশের পুঁজিপতি ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে এই অভিযোগে শুক্রবার, রিষড়ার বাঘখাল এলাকায় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করে ব্যবসায়ীদের স্বার্থ দেখছে। যেভাবে লাভজনক সংস্থা ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে।এই সিদ্ধান্তে কেবলমাত্র পুঁজিপতি ব্যবসায়ীদের স্বার্থ দেখে দেশের কোটি কোটি মানুষের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হল বলে অভিযোগ। এদিন বিক্ষোভে নেতৃত্ব দেন রিষড়া পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র। তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বিক্ষোভের যোগদান এলাকার বাসিন্দারাও।
