লাদাখে মোদি, শ্লোগান উঠল বন্দেমাতরম-ভারত মাতা কি জয়

শুক্রবার সকালে আচমকা লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন সিডিএস বিপিন রাওয়াত ও সেনাপ্রধান নারভানে। লেহতে অবতরণের পর প্রথমে ১৫ জুনের সংঘর্ষে আহত জওয়ানদের দেখতে লেহর সামরিক হাসপাতালে যান। এরপর সীমান্ত পরিস্থিতি নিয়ে লাদাখের নিমুতে প্রধানমন্ত্রী কথা বলেন সেনাদের সঙ্গে। ছিলেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, স্থলসেনা ও বায়ুসেনার জওয়ানরা। সীমান্ত উত্তেজনার পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে উজ্জীবিত জওয়ানরা সমস্বরে শ্লোগান তোলেন বন্দেমাতরম, ভারত মাতা কি জয়। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রীও তাঁদের সঙ্গে শুভেচ্ছার নমস্কার বিনিময় করেন।

Previous articleরেলের বেসরকারিকরণের প্রতিবাদে রিষড়ায় তৃণমূলের বিক্ষোভ
Next article১৬টি পুকুর খুঁড়ে অসাধ্য সাধন, ‘‌পুকুর মানব’‌-কে পুরস্কৃত করল সরকার