Sunday, November 9, 2025

দেশে দ্রুত আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করতে তৎপর কেন্দ্র

Date:

Share post:

ভারতে আন্তর্জাতিক র বিমান পরিষেবা শুরু করা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র ৷ তবে এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরবিন্দ সিং জানিয়েছেন, এই বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহী-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে দফায় দফায় আলোচনা চালানো হচ্ছে ৷ যাতে দ্রুত দেশে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করা যায় সেই বিষয়েই চেষ্টা চলছে ৷ চলতি মাসের মাঝামাঝি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ দ্রুত ভারত থেকে বিদেশের বিভিন্ন রুটেও যাত্রীবাহী বিমান পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে ৷
প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন দেশ আন্তর্জাতিক রুটের উড়ান তালিকা প্রকাশ করেছে ৷ ১ জুলাই থেকেই ১৫টি দেশের মধ্যে বিমান চলাচল শুরুও হয়েছে ৷ যদিও সেই তালিকায় নেই ভারত ৷
জানা গিয়েছে, এই তালিকা ইউরোপিয়ন ইউনিয়ন ১৪দিন অন্তর রিভিউ করে ৷ তাই আগামী দিনে ভারতের ইউরোপগামী বিমানের রুটের তালিকায় জায়গা পেতে খুব বেশি সমস্যা হবে না ৷ ১০০ দিনের বেশি ভারতে আন্তর্জাতিক উড়ান ওঠানামা বন্ধ রয়েছে ৷ যদিও আন্তর্জাতিক উড়ানের চাহিদা যথেষ্ট ৷ তাই যত তাড়াতাড়ি সম্ভব, কয়েকটি দেশের মধ্যে যাতে ভারত থেকে বিমান চলাচল শুরু করা যায় , সেই চেষ্টাই চালানো হচ্ছে৷
ইউরোপের মধ্যে একাধিক দেশ ১৫ জুনের পর থেকে আন্তঃ ইউরোপ সীমান্ত খুলে দিয়েছে যাতে ছুটি কাটানো সহ বিভিন্ন প্রয়োজনে বিমানযাত্রা করা যায়। সুইডেন, ব্রিটেন, আয়ারল্যান্ড, হল্যান্ড এবং স্লোভেনিয়া ইউরোপিয় ইউনিয়নের পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে । জার্মানি, হাঙ্গেরি, রোমানিয়া ও ফিনল্যান্জের মতো দেশগুলি আংশিক পরিষেবা চালু করেছে । লুৎফহানসার মত বিমান সংস্থা জুন মাস থেকে সপ্তাহে ৩৬০০ বিমান চালাচ্ছে । এ ছাড়া লুফৎহানসা গোষ্ঠীভুক্ত সুইস এবং ইউরোউইংস ৭০টি আন্তর্জাতিক বিমান চালাচ্ছে ।
এশিয়ায় কাতার এয়ারওয়েজ জুনের মাঝামাঝির আগেই ম্যানিলা, নাইরোবি ও আম্মানের মত ৫০টির বেশি জায়গায় বিমান চলাচল শুরু করেছে। তারা একই সঙ্গে আশাপ্রকাশ করেছে এ মাসের শেষে ইউরোপের ২৩টি, আমেরিকার ৪টি, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ২০টি ও অশিয়া প্যাসিফিকে ৩৩টি – মোট ৮-টি জায়গায় বিমান চালানো সম্ভব হবে।

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...