Wednesday, August 27, 2025

শিলিগুড়িতে করোনা রোধে জরুরি বৈঠক, ডাক না পেয়ে ক্ষুব্ধ গৌতম

Date:

করোনা সংক্রমণ বেড়েই চলেছে শিলিগুড়িতে। তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। আর তাই শনিবার উত্তরকন্যায় জরুরি বৈঠক সারলেন উত্তরবঙ্গে কোভিডের দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ সুশান্ত রায়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য, দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম সহ অন্যান্যরা। বৈঠক শেষে ডাঃ সুশান্ত রায় জানান, করোনা সংক্রমণ ও মৃত্যু রুখতে এবার অতিরিক্ত ৪৪জন চিকিৎসক নিয়োগ করা হচ্ছে।

কিন্তু সেই বৈঠকে ডাক পাননি পর্যটন মন্ত্রী গৌতম দেব। আর তা নিয়ে বেজায় ক্ষুব্ধ তিনি। যদিও তাঁর শরীর খারাপ বলে ডাকা হয়নি বলে জানিয়েদেন সুশান্ত রায়। তিনি বলেন, “আমার কাছে খবর ওনার শরীর খারাপ।কিছুদিন আগেই বাইপাস সার্জারি হয়েছে। এর মধ্যে তিনি সর্দি কাশিতে ভুগছিলেন। তাই আর ডাকা হয়নি”। যদিও গৌতম দেবের বক্তব্য, “আমার ২০১৫সালে সার্জারি হয়েছে।আমার শরীর একদম ভালো আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে গোটা উত্তরবঙ্গের দায়িত্ব দিয়েছেন। আর যিনি চোখের ডাক্তার তিনি হার্টের অসুখও বুঝছেন এটা ভালো। আমার শরীর নিয়ে তাঁর না ভাবলেও হবে”।
তবে এই পরিস্থিতিতে দুজনের এই মতবিরোধ যথেষ্ট প্রশ্ন তুলে দিল চিকিৎসা ব্যবস্থা নিয়ে।
এই মুহূর্তে দার্জিলিং জেলা সমতল, মালদা ও উত্তর দিনাজপুর জেলায় চিন্তাজনক পরিস্থিতি। উপসর্গহীন রোগীর সংখ্যা বেশি। তাই সচেতন থাকতে হবে। এই কারণে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করা হচ্ছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version