Tuesday, December 2, 2025

রোমহর্ষক লড়াইয়ের পর সুন্দরবনের জঙ্গলে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেলো বাঘ

Date:

Share post:

সুন্দরবন পঞ্চমুখী জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন এক মৎস্যজীবী। আর তাঁকেই তুলে নিয়ে গেলো বাঘ। নিখোঁজ মৎস্যজীবীর নাম যামিনী মিস্ত্রী (৫২)। ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত সুন্দরবনের পঞ্চমুখানি ২ নম্বর জঙ্গলে। নিখোঁজ মৎস্যজীবীর বাড়ি সুন্দরবন কোষ্টাল থানার লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গিয়েছে, সুন্দরবন জঙ্গলের নদী খাঁড়িতে মাছ-কাঁকড়া ধরতে যেতেন যামিনী মিস্ত্রী ও তাঁর সঙ্গীসাথীরা।ফিরেও আসতেন। দীর্ঘদিন ধরে এটাই ছিল তাঁর পেশা। অন্যান্য দিনের মতো লাহিড়িপুর গ্রাম থেকে তিনজন সঙ্গী মিলন মিস্ত্রী,অজিত মন্ডল ও অসিত মাঝিকে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুর ২টো নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নৌকা নিয়ে সুন্দরবনের পঞ্চমুখানি ২ জঙ্গলে মাছ-কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেন যামিনী মিস্ত্রী।

বিকালে সুন্দরবনের নদী খাঁড়িতে যখন সকলে মাছ-কাঁকড়া ধরতে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে যামিনীর উপর। মুহূর্তে তাঁর ঘাড়ে কামড় দিয়ে পিঠে তুলে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
যামিনী মিস্ত্রীকে চোখের সামনে বাঘ আক্রমণ করেছে দেখতে পেয়ে তাঁর তিন সঙ্গী মিলন মিস্ত্রী,অজিত মন্ডল ও অসিত মাঝি নৌকার হাল আর কাঁকড়া ধরার শিক দিয়ে বাঘের সঙ্গে তুমুল লড়াই শুরু করে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ক্ষুধার্ত নরখাদক বাঘের ভয়ঙ্কর রুদ্রমূর্তির সামনে সঙ্গীকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েও নিজেদের জীবন বাঁচানোর জন্য রণে ভঙ্গ দিতে বাধ্য হয় তাঁরা।

এদিকে বাঘ তার শিকারকে টানতে টানতে সুন্দরবনের গভীর জঙ্গলে নিয়ে চলে যায়। বিপদ হতে পেরে ভেবে যামিনী মিস্ত্রীর তিন সঙ্গী নিজেদের প্রাণ বাঁচাতে গিয়ে তড়িঘড়ি নৌকার বৈঠা বেয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। লাহিড়ীপুর গ্রামে যামিনীর বাড়িতে যখন খবর আসে, তখন পরিবারের লোকেরা ভেঙে পড়েন। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

দেখুন ভিডিও…

 

spot_img

Related articles

বিসিসিআইয়ের মিটিংয়ের আগেই রোহিত-বিরাটের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচক

বুধবার দ্বিতীয়  একদিনের ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই কর্তাদের। কিন্ত...

ফেব্রুয়ারিতে পাওনা টাকা দিয়ে মার্চ মাসে ফেরত! বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা। পাওনা না দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ রাজ্যক শাসকদলের। এই নিয়ে ফের কেন্দ্রের...

চিত্রসাংবাদিকদের নিয়ে জয়ার মন্তব্য অসংবেদনশীল, প্রতিবাদের সরব ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশন

সাংবাদিকদের সঙ্গে জয়া বচ্চনের (Jaya Bachchan) সম্পর্ক কেমন সে কথা গোটা ভারতবর্ষ জানে। কিন্তু মিডিয়ারই এক অনুষ্ঠানে যেভাবে...

বাংলার গৌরবোজ্জ্বল ‘উন্নয়নের পাঁচালি’ গাইলেন ইমন, প্রশংসা মুখ্যমন্ত্রীর

২০২৬ সালেই বাংলায় বিধানসভা ভোট। তোড়জোড় প্রায় শুরু হয়ে গিয়েছে। এদিকে রাজ্যে চলছে এসআইআর। এর মধ্যে ১৫ বছরের...