আক্রান্ত জেনেও ঘুরে বেড়ালেন ব্যক্তি, এলাকায় সংক্রমিত ২৯

করোনা  আক্রান্ত জেনেও ব্যক্তি ঘুরে বেড়ালেন এলাকায় ।তারপরই এলাকার প্রায় ২৯ জন পজেটিভ হলেন। হাওড়ার আমতার ঘটনা।

সূত্রের খবর,আমতা মেলাইবাড়ী সংলগ্ন নাপিত পাড়ায় গত দু-একদিনে মোট ২৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এলাকাবাসীর অভিযোগ,স্থানীয় এক ক্ষৌরকার পরিযায়ী শ্রমিকদের চুল-দাড়ি কাটতে গিয়েই প্রথম সংক্রামিত হন। তাঁর থেকেই এই সংক্রমণ।

জানা গিয়েছে, ওই ব্যক্তি উপসর্গহীন হওয়ায় তাঁকে হোম কোয়ারেন্টাই থাকতে বলা হয়েছিল। তিনি এসবের তোয়াক্কা না করে নিজের কাজ চালিয়ে যান সঙ্গে বিভিন্ন স্থানে নিজের ইচ্ছামতো ঘুরে বেড়ান। ফল এক পাড়ায় ২৯ আক্রান্ত।
ইতিমধ্যেই প্রশাসনের তরফে পাড়াটিকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে।চলছে এলাকা স্যানিটাইজেশনের কাজ।

Previous articleATK-মোহনবাগানের বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়
Next articleকরোনার গ্রাসে গোটা পুলিশ ফাঁড়ি! আক্রান্ত ১৪ পুলিশকর্মী