কম উপসর্গ আছে এমন করোনা রোগীদের বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এবার হোম আইসোলেশনে থাকা করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে নতুন গাইডলাইন দিল কেন্দ্রীয় সরকার।

নতুন গাইডলাইনে বলা হয়েছে-

রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা রোগীদের হোম কোয়ারেন্টাইনে রাখা যাবে না।
৬০ বছরের ঊর্ধ্বে কম উপসর্গ থাকা নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি সাপেক্ষে বাড়িতে রেখে চিকিৎসা করানো যাবে। একইভাবে এইচআইভি পজিটিভ ও ক্যানসার রোগীদের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে।
স্বাস্থ্য দফতর প্রতিদিন সংশ্লিষ্ট রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেবে।
হোম আইসোলেশনে থাকা ব্যক্তি বা মহিলাদের শারীরিক অবস্থার রেকর্ড কোভিড পোর্টালে আপডেট করতে হবে।
