প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মলেন্দু ভট্টাচার্য প্রয়াত

প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতি নির্মলেন্দু ভট্টাচার্য প্রয়াত হলেন৷

এক সময়ে বাংলার অন্যতম শ্রেষ্ঠ ছাত্রনেতা নির্মলেন্দু ভট্টাচার্য রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন৷ তখনই চিরবিদায় নেন তিনি৷
কলকাতা হাইকোর্টের আইনজীবী নির্মলেন্দু ভট্টাচার্য আগুন ঝরানো ভাষণ দিতেন৷ ওই রকম বক্তৃতা সেই সময়ে কোনও দলের কোনও ছাত্রনেতার পক্ষে দেওয়া অসম্ভব ছিলো৷ এক অসাধারণ বাগ্মী। বহু লড়াই, সংগ্রামের সাক্ষী৷ বহু অত্যাচার সহ্য করেছেন৷ শরীরে একাধিক গুলির চিহ্ন৷ মারা গিয়েছে ভেবে ফেলে চলে গিয়েছিলো ঘাতকের দল৷ অসীম প্রাণশক্তিতে ঘুরে দাঁড়িয়ে ফের নেমেছিলেন লড়াইয়ের ময়দানে৷প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্মলেন্দু ভট্টাচার্যের প্রয়ানে বৈচিত্রপূর্ণ এক রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো৷ প্রদেশ কংগ্রেসের শিক্ষা সেল ও পশ্চিমবঙ্গ অধ্যাপক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও ছিলেন নির্মলেন্দু ভট্টাচার্য৷ তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ৷

Previous articleবিমানবন্দরে টোল ট্যাক্সের নামে তোলাবাজি! দমদম কর্তৃপক্ষ যেন ‘অন্ধ ধৃতরাষ্ট্র’
Next articleরাষ্ট্রপতি ভবনে বৈঠক মোদি- কোবিন্দের