Saturday, January 17, 2026

অশান্তির ইঙ্গিত: বেলপাহাড়িতে দাঁড়িয়ে দ্বিতীয় হুলের ডাক আদিবাসী নেতার

Date:

Share post:

জঙ্গলমহলে দাঁড়িয়ে ফের পুলিশকে মেরে সশস্ত্র সংগ্রামের ডাক আদিবাসী নেতার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে চিন্তার ভাঁজ প্রশাসনে। পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে যে জঙ্গলমহলে একসময়ে মাওবাদী নাশকতার সূচনা হয়েছিল, সেই ঝাড়গ্রামের বেলপাহাড়িতে দাঁড়িয়ে ফের পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন আদিবাসী নেতা। পুলিশকে বোমা মারার, পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ডাক দেন ‘দ্বিতীয় হুল’-এর।
সম্প্রতি জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ওই ভিডিও হাতে পেয়েছে। অনুমান, বক্তা আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’-এর ঝাড়গ্রাম তল্লাটের আহ্বায়ক পালহান সরেন। পালহানও স্বীকার করেছেন বক্তা তিনিই।
পুলিশের সূত্রে খবর, ৩০ জুন হুল দিবসের সন্ধেয় বেলপাহাড়ির চাকাডোবায় সভায় প্রশাসনের বিরুদ্ধে আদিবাসীদের বঞ্চনা করার অভিযোগ তোলা হয়। সেই সময় থেকেই দ্রুত পঞ্চম তফসিল কার্যকরের দাবিতে জঙ্গলমহলে দ্বিতীয় হুল বিদ্রোহের ডাক দেওয়া হয়। ভিডিও দেখা যাচ্ছে, পুলিশ-প্রশাসনকে আলোচনায় বসার বার্তাও দেওয়া হয়েছে। এমনকী জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহতর এলাকায় ফিরে আসাকে তাঁরা ভাল চোখে দেখছেন না বলে ওই সভায় জানিয়েছেন পালহান।
পারগানা মহলের উপদেষ্টা শিবশঙ্কর সরেন বলছেন, ‘‘সশস্ত্র সংগ্রামের কথা যদি কেউ বলে থাকেন, দীর্ঘ বঞ্চনার প্রেক্ষিতেই বলেছেন।’’
আদিবাসী সংগঠনের নেতা রবিন টুডুর স্ত্রী বিরবাহা সোরেন এখন জেলা তৃণমূলের সভানেত্রী। রবিন তৃণমূলের এসটি সেলের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা। বিরবাহা বলেন, ‘‘পঞ্চম তফসিল কেন্দ্রের অধীন। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কেন বিষয়টি লোকসভায় তুলছেন না?’’ তৃণমূলের একাংশ পালহানের সঙ্গে বিজেপি সাংসদ কুনার হেমব্রমের ঘনিষ্ঠতারও তত্ত্বও তুলেছে।

spot_img

Related articles

রণসংকল্প যাত্রায় আজ বহরমপুরে অভিষেকের রোড শো 

কখনও তিনি র‍্যাম্পে 'ভূত'দের হাটাচ্ছেন, কখনও আবার রোড শোতে গাড়ির মাথায় উঠে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোকাট্টা করার জোরালো...

আজ হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস করার পর আজ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নয়া ভবনের উদ্বোধন অনুষ্ঠানে...

দুবছরের অপেক্ষার অবসান, বক্সায় ক্যামেরাবন্দি বাঘের ছবি

বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে (Buxa Tiger Reserve) শেষবার ডোরাকাটার দর্শন মিলে ছিল ২০২৩ সালে। পরবর্তী দুই বছরে অপেক্ষায়...

কেমন যাবে আপনার আজকের দিনটি…

মেষ: কাজের সন্ধানে বিদেশ বা দূরস্থানে যোগাযোগের সম্ভাবনা। আর্থিক উন্নতি আশা। তবে দূরে যাতায়াতে সতর্ক থাকুন। বৃষ: সৃজনশীলদের জন্য...