পশ্চিমবঙ্গ নদীমাতৃক হওয়া সত্ত্বেও বহু মানুষকে জল কষ্টে ভুগতে হয়। আর সেই কারণেই আমফানের মত বিপর্যয়, করোনার মতো মহামারিকে সামাল দিয়েও বাংলার মানুষদের জন্য নতুন প্রকল্প নিয়ে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পের নাম ‘জলস্বপ্ন’। রাজ্যের দু’কোটি মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ৫৮ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর জানান, “আগামী পাঁচ বছরে ৫৮ হাজার কোটি টাকার এই প্রকল্প রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মাধ্যমে রূপায়িত হবে। এই প্রকল্প আমার স্বপ্নের প্রকল্প। তাই এই প্রকল্পকে নিয়ে স্বপ্ন দেখুন, গর্ব অনুভব করুন। গান বাঁধুন। জলস্বপ্ন বাস্তবায়িত হলে মা-বোনেদের দূরে গিয়ে কষ্ট করে জল আনতে হবে না। একইসঙ্গে গ্রামে- গ্রামে তৈরি হবে বহু কর্মসংস্থানও। “
