সীমান্ত থেকে পিছিয়ে গেল চিনের সেনারা

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় নিজেদের অবস্থান থেকে পিছিয়ে গেলো লাল ফৌজ। প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে প্রায় দু’কিলোমিটার সরেছে চিনা সেনা।সংবাদ সংস্থা সূত্রে খবর, গোগরা হট স্প্রিং এরিয়াতে প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও পূর্ব লাদাখের প্যাংগং লেকের উত্তরের ‘ফিঙ্গার এরিয়া’য় সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়নি। জানা গিয়েছে, উত্তেজনা কমাতে ‘বাফার জোন’ তৈরির উদ্দেশ্যেই এই পদক্ষেপ।

Previous articleহুমকির জের, রাস্তায় নামল বেসরকারি বাস, রেহাই আমজনতার
Next articleশিরোপায় নতুন পালক, স্বল্প সঞ্চয়ে টানা পাঁচবার দেশের সেরা বাংলা