হুমকির জের, রাস্তায় নামল বেসরকারি বাস, রেহাই আমজনতার

মুখ্যমন্ত্রীর ধমকে সোমবার রাস্তায় বেসরকারি বাস নামল। আর এদিনই চিত্রটা পাল্টে গেলো। রাস্তায় বাস বেশি, যাত্রী কম। সব সংগঠনের বেসরকারি বাসই রাস্তায় নেমেছে। সঙ্গে অতিরিক্ত সরকারি বাস। ফলে অফিস টাইমের পর যাত্রী নেই বাসে। সারাদিনে সর্বাধিক তিনটি ট্রিপ করছে বেসরকারি বাস। শহর এবং শহরতলিতে সরকারি বাস নামে প্রায় ১৮০০। চেষ্টা হয় চাহিদা মেটানোর। বেসরকারি বাস ২৭ জুন থেকে রাস্তায় নামে। কিন্তু শুধু জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের বাস সংখ্যা ৩৮০০। ফলে তারা রাস্তায় বাস না নামানোয় সমস্যা তৈরি হয়। যদিও এদিন বাস নিয়ে যাত্রীদের কোনও অভিযোগই ছিল না। নিত্যযাত্রীরা খুশি সময়মতো বাস পাওয়ায়। কিন্তু বাস ভাড়া বাড়ানোর দাবি থেকে সরে না আসায় এই সুখের দিন যে বেশিদিন থাকবে না, তা বুঝেছেন আমজনতা।

Previous articleমিলছে না প্লাজমা দাতা, কলকাতায় থমকে প্লাজমা থেরাপি
Next articleসীমান্ত থেকে পিছিয়ে গেল চিনের সেনারা