মিলছে না প্লাজমা দাতা, কলকাতায় থমকে প্লাজমা থেরাপি

করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির প্রক্রিয়া শুরু হয়েছে। প্লাজমার প্রয়োজন আছে এমন লোকের অভাব নেই। কিন্তু প্লাজমা দাতার খোঁজ মিলছে না। যার জেরে থমকে আছে প্লাজমা থেরাপি।

কলকাতা মেডিক্যাল কলেজের সহযোগিতায় বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা রোগীদের উপর প্রক্রিয়াটি শুরু হয়। এই প্রক্রিয়ায় করোনা থেকে সুস্থ ব্যক্তির শরীর থেকে প্লাজমা নেওয়া হয়। এরপর আক্রান্তের দেহে প্রবেশ করিয়ে রোগ নিরাময়ের চেষ্টা চলে। চিকিৎসকদের বক্তব্য, করোনামুক্ত ব্যক্তির রক্তরস বা প্লাজমায় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার অ্যান্টিবডি তৈরি হয়। যা ভাইরাসের প্রতিষেধক হিসেবে কাজ করে।

স্বাস্থ্যমন্ত্রকের নিয়ম অনুযায়ী,অন্তত ৪০ জন করোনা আক্রান্তকে প্লাজমা দেওয়ার পর রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে পাঠাতে হয়। ওই তথ্য বিশ্লেষণ করে ডিসিজিআই প্রয়োজনীয় পদক্ষেপ করে। গত একমাসে বেলেঘাটা আইডি হাসপাতালে ১২ জন প্লাজমা দান করেছেন। আইআইসিবি-র বিজ্ঞানী ড: দীপ্যমান গঙ্গোপাধ্যায়ের বলেন, “সব ব্লাড গ্রুপের যথেষ্ট সংখ্যক প্লাজমা পাওয়া যাচ্ছে না। যার ফলে সমস্যা হচ্ছে।” কলকাতা মেডিক্যাল কলেজের রক্ত সঞ্চালন বিভাগের প্রধান অধ্যাপক প্রসূন ভট্টাচার্য বলেন, “মূলত A, B এবং AB গ্রুপের প্লাজমার অভাব দেখা দিচ্ছে। তবে O গ্রুপের প্লাজমা আছে।”

Previous articleক্ষমা চেয়ে, ‘করজোড়ে’ ভোট প্রার্থনা অনুব্রতর
Next articleহুমকির জের, রাস্তায় নামল বেসরকারি বাস, রেহাই আমজনতার