ক্ষমা চেয়ে, ‘করজোড়ে’ ভোট প্রার্থনা অনুব্রতর

ভোটের আগে যিনি “পুলিশকে বোমা মারার” বা “চড়াম চড়াম ঢাক বাজানোর” নিদান দেন, বীরভূমের সেই ‘কেষ্ট দা’র গলায় একেবারে অন্য সুর। দলের কেউ অন্যায় করে থাকলে তার জন্য করজোড়ে ক্ষমা চেয়ে নিলেন তিনি। বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘অনুরোধ করছি, রাগ ভুলে বিধানসভার ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিন।’’
রবিবার বিকেলে ইলামবাজারের রাইস মিল ময়দানে ব্লক তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলনে অনুব্রত মণ্ডল ছাড়াও ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, ব্লক সভাপতি ফজলুর রহমান সহ অন্যরা। বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত বলেন, ‘‘এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করার করতে হবে।’’
এরপরেই তিনি বলেন, ‘‘যদি কোনও প্রধান বা সদস্য অন্যায় করে থাকেন, কোনও সাধারণ কর্মী চোখ রাঙিয়ে থাকেন, তা হলে আমি তাঁদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। করজোড়ে অনুরোধ করছি, রাগ ভুলে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন।’’ আবাস যোজনার বাড়ি, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বীরভূমে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার। তার ফল বিধানসভা নির্বাচনে পড়তে পারে আশঙ্কা জেলা তৃণমূলের নেতৃত্বের। তারই প্রতিধ্বনি যেন এদিন অনুব্রত মণ্ডলের বক্তব্যে।
অনুব্রত মণ্ডলের এত বিনীত রূপ এর আগে বীরভূমবাসী কবে দেখেছেন মনে করতে পারছেন না।

Previous article“আমাদের দিলীপদা”, আমফানে দুর্গতদের ক্ষতিপূরণের জন্য ওয়েব সাইট বিজেপির
Next articleমিলছে না প্লাজমা দাতা, কলকাতায় থমকে প্লাজমা থেরাপি