৫০ শতাংশ শূন্যপদ বিলোপের নির্দেশ ভারতীয় রেলের

করোনার কোপ পড়ল ভারতীয় রেলে। ৫০ শতাংশ শূন্যপদ বিলোপের নির্দেশ দেওয়া হয়েছে। রেলে নতুন পদ আপাতত তৈরি হবে না। এমনকী সব শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেনারেল ম্যানেজারদের এই নির্দেশ দিয়েছে রেল বোর্ড। তবে এক্ষেত্রে সুরক্ষার সঙ্গে কোনও আপস করা হবে না। চার ডিভিশন ও সদর দফতর মিলিয়ে ৩ হজার ৬৮১ পদ বিলোপ করা হবে। ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব রেলে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। দক্ষিণ-পূর্ব রেলের ৮৮৫ পদ বিলোপ করা হবে।

Previous articleআইপিএলের প্রস্তুতি নিতে শুরু করছে বিসিসিআই
Next articleগাছ কাটতে হওয়ায় আত্মঘাতী দম্পতি!