লকডাউনের ধাক্কায় রেলে এবার নতুন নিয়োগ বন্ধ, বহু পদও বিলোপ

করোনা বিশ্ব মহামারি রুখতে লকডাউনের ফলে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারতীয় রেল। এই অবস্থায় রেলের লাইফলাইন ঠিক রাখতে নতুন করে নিয়োগ বন্ধ রাখছে ভারতীয় রেল। পাশাপাশি, পরিবর্তিত পরিস্থিতিতে বহুদিন ধরে চলে আসা যেসব পদ আর রাখার দরকার নেই বলে কর্তৃপক্ষ মনে করছেন সেইসব শূন্য পদ সরাসরি বিলোপ করা হবে। রেলের সবকটি ডিভিশনের জেনারেল ম্যানেজারদের চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে রেলের বক্তব্য, এই সিদ্ধান্তে রেলের সুরক্ষার সঙ্গে কোনও আপস করা হবে না। রেলের নিরাপত্তা ও সুরক্ষার সঙ্গে যুক্ত পদগুলির সংকোচন বা বিলোপ হচ্ছে না। সূত্রের খবর, প্রাথমিক হিসেব অনুযায়ী আর্থিক ক্ষতির চাপে প্রায় ৬৮০০ পদ বিলোপ হতে চলেছে। আর সেখানে নতুন নিয়োগ হবে না।

Previous articleপ্রবীণদের পোস্টাল ব্যালটে ভোট, প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের
Next articleমোদির ব্যর্থতা নিয়ে পড়বে ছাত্ররা, কটাক্ষ রাহুলের