প্রবীণদের পোস্টাল ব্যালটে ভোট, প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের

ভোট বিধি সংশোধনের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক। চিঠিতে আপত্তির পিছনে তৃণমূলের যুক্তি…

১. নির্বাচন বিধি পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত পরিবর্তনে সর্বদল বৈঠক ডাকা উচিত ছিল। কমিশন তা করা হয়নি।

২. দেশের ৬% মানুষ ৬৫ বছরের ঊর্ধ্বে। তাদের ব্যালটে ভোট দিতে বলার অর্থ, তাঁদের প্রতি বৈষম্য তৈরি করা।

৩. প্রধানমন্ত্রীও তো ৬৫ বছরের ঊর্ধ্বে। তিনি কি ভোট প্রচার করবেন না? তিনি কি বুথে গিয়ে ভোট দেবেন না? তাহলে প্রবীনদের সঙ্গে এই বৈষম্য আচরণ কেন? কেন তাঁরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন?

৪. পোস্টাল ব্যালটে গোপনীয়তা বজায় থাকবে না। ফলে এই ভোট আসলে ভোটের মূল উদ্দেশ্যকেই লঙ্ঘন করছে।

Previous articleগাছ কাটতে হওয়ায় আত্মঘাতী দম্পতি!
Next articleলকডাউনের ধাক্কায় রেলে এবার নতুন নিয়োগ বন্ধ, বহু পদও বিলোপ