আগ্রায় সংক্রমণ বৃদ্ধি, সোমবার থেকে খুলছে না তাজমহল

আগ্রায় সংক্রমণ বাড়ছে৷ তাই ঘোষণা করা হলেও সোমবার থেকে পর্যটকদের জন্য খুলছে না তাজমহল৷

গত ৪ দিনে আগ্রায় মোট ৫৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ শহরে করোনা সংক্রমণের বৃদ্ধির কারণে সোমবার থেকে পর্যটকদের জন্য তাজমহল না খোলার সিদ্ধান্ত নিয়েছে আগ্রা জেলা প্রশাসন৷

শুধু তাজ মহলই নয়, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আগ্রার সমস্ত ঐতিহাসিক সৌধগুলি আপাতত জনসাধারণের জন্য বন্ধই থাকছে৷

আগ্রায় এই মুহূর্তে ৭১টি কন্টেইনমেন্ট জোন রয়েছে৷ তাজমহল খোলা হলে সেখানে জনসমাগম হওয়ার সম্ভাবনা প্রবল৷ তার থেকেই সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছে প্রশাসন৷
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ঘোষণা করেছিলেন, আর্কেওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা সমস্ত সৌধই আগামী ৬ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে৷ সেই মতো ASI এবং জেলা প্রশাসনের তরফে তাজমহল খোলার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল৷ কিন্তু রবিবার বিকেলের বৈঠকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত তাজমহল সহ আগ্রার সব সৌধ বন্ধ রাখারই সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন৷ প্রসঙ্গত সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে তাজ মহল৷

Previous articleসত্যি হলো আশঙ্কা! করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যায় রাশিয়াকে টপকে তৃতীয় ভারত
Next articleব্রেকফাস্ট নিউজ