করোনা সংক্রমণ রুখতে কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোন

আনলক ২-তে এসে কলকাতায় বাড়ছে ভাইরাস সংক্রমণ। একই সঙ্গে আনলক শুরু হওয়ার পর থেকে লোকের মধ্যে নিয়ম না মানার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে কলকাতায় বাড়ানো হল কনটেইনমেন্ট জোনের সংখ্যা। পুলিশ সূত্রে খবর, ১৭ থেকে বেড়ে এই সংখ্যা হয়েছে ২৮। এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে।

সিল করা হয়েছে বেলেঘাটা চাউলপট্টির একটি এলাকা।

বিশেষ ক্ষতিগ্রস্ত হিসেবে ১৯টি এলাকা চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। তার তালিকা কলকাতা পুলিশকে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে বাগবাজারের মারাঠা ডিচ লেনের কিছু অংশ, জাস্টিস চন্দ্রমাধব রোডের একাংশ ও পণ্ডিতিয়া রোড।
উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও কঠোর পুলিশ।

Previous articleকরোনা আবহে সিলেবাসের ভার কমাচ্ছে সিবিএসই
Next articleভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও