ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও

ফের ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। জারি রয়েছে সর্তকতা।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মূলত উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিমের জেলা গুলি যেমন পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস শনি-রবিবার। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি সোম-মঙ্গলবারের দিকে সামান্য ঝড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। তবে বজ্রপাতের সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, আগ্রা, এলাহাবাদ, অম্বিকাপুর ও কেওনঝাড় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাত, উত্তর প্রদেশ এবং রাজস্থানে। পশ্চিমী ও দক্ষিণ পশ্চিমী হাওয়ায় ভর করে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প।

Previous articleকরোনা সংক্রমণ রুখতে কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোন
Next articleBig breaking : রাজ্যের সব কনটেইনমেন্ট জোনে ফের লকডাউন, ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে কার্যকর