করোনা আবহে সিলেবাসের ভার কমাচ্ছে সিবিএসই

ফাইল ছবি

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিল সিবিএসই। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সংশ্লিষ্ট বোর্ডকে সিলেবাস কমানোর পরামর্শ দিয়েছিল। সেই পরামর্শ অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে ৩০ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

মঙ্গলবার, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল জানান, সিলেবাস নিয়ে শিক্ষাবিদদের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। প্রায় দেড় হাজার পরামর্শ পাওয়া গিয়েছে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সিলেবাস কমানো নিয়ে স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিআইএসসিই এর আগে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সিলেবাস কমানোর কথা ঘোষণা করেছিল। এবার সেই পথেই হাঁটল সিবিএসই।

Previous articleপরীক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত: শিক্ষামন্ত্রী
Next articleকরোনা সংক্রমণ রুখতে কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোন