কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে যানজটের সমস্যা অব্যাহত, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

কিছুতেই মিটছে না ভবানীগঞ্জ বাজারের যানজটের সমস্যা। ইতিমধ্যেই ট্রাফিকের তরফ থেকে গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি ফাইন প্রক্রিয়া চালু হয়েছে। কিন্তু পুলিশ সরতেই ব্যাপক যানজট তৈরি হচ্ছে ভবানীগঞ্জ বাজারে। যানজটের অন্যতম প্রধান কারণ পার্কিং। রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে মোটরবাইক, রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা রিক্সা, টোটো।

ব্যবসায়ীদের একাংশের কথায়, যানজটের কারণে তাঁদের ব্যবসা নষ্ট হচ্ছে। দুপুর গড়াতেই দেখা যায় বিরাট ট্রাকের লাইন। সাধারণ মানুষের অসচেতনতা যানজটের কারণ বলে মনে করছে ব্যবসায়ী মহল। কোচবিহার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চাঁদ মোহন সাহা বলেন, “কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একাধিকবার মাইকিং করা হলেও সাধারণ মানুষ নির্বিকার। সমস্যা মোকাবিলার জন্য বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করলেও লাভ হয়নি।”

কোচবিহার জেলার ডিএসপি ট্রাফিক চন্দন দাস বলেন, “যানজট সমস্যা গোটা কোচবিহার জেলার একটি অন্যতম সমস্যা। নতুন কোনও পদ্ধতি বার করে যানজট সমস্যা মোকাবিলার চিন্তাভাবনা রয়েছে পুলিশের। আমরা বিষয়টির দিকে নজর রাখছি।”

Previous articleজোড়া বিপর্যয়ের মধ্যেও রাজ্যে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি
Next articleউত্তর বারাকপুরের কাউন্সিলরকে গুলি করার অভিযোগে গ্রেফতার ৪