জোড়া বিপর্যয়ের মধ্যেও রাজ্যে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি

আমফান বিপর্যয়ের ক্ষত তো আছেই। সঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ। এই জোড়া বিপর্যয়ের মধ্যেও রাজ্য সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই টালমাটাল অবস্থার মধ্যেও বেতন বৃদ্ধির খবর ফলে খুশি সরকারি কর্মীরা।

প্রতি বছর জুলাইয়ে সরকারি কর্মীদের মূল বেতনের ৩ শতাংশ হারে বৃদ্ধি হয়। এবারও তাই হচ্ছে। সরাসরি সরকারি কর্মী ছাড়াও থাকছেন সরকারের আর্থিক অনুদানে বেতন হওয়া কর্মীরাও।
বার্ষিক বেতন বৃদ্ধির জন্য চলতি আর্থিক বছরের রাজ্য বাজেটেও ৫২ হাজার ৯০৪ কোটি টাকা রাখা হয়েছে।
চলতি বছরের শুরুতেই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ায় জানুয়ারি থেকেই রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে।
তবে বেতন বাড়লেও এখনই মহার্ঘ ভাতার কোনও খবর নেই। তবে বেতনের উপর ১২ শতাংশ হারে মিলবে হাউজ রেন্ট। তবে এই ভাতা কখনই ১২ হাজার টাকার বেশি হবে না।
লকডাউনের জেরে অন্যান্য রাজ্যে সরকারি কর্মীদের বেতনে কোপ পড়েছে। কিন্তু বাংলায় সেটা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনের সময়ও নির্ধারিত দিনে বেতন পেয়েছেন কর্মীরা। এমনকী, সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস ও অগ্ৰিম বেতনও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ ক্ষেত্রে দেওয়া হচ্ছে বর্ধিত হারে বিভিন্ন ভাতাও।

Previous articleহংকং নিয়ে তুঙ্গে বিতর্ক, ব্রিটেনকে হুঁশিয়ারি চিনের
Next articleকোচবিহারের ভবানীগঞ্জ বাজারে যানজটের সমস্যা অব্যাহত, ক্ষুব্ধ ব্যবসায়ীরা