স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে, নির্দেশিকা জারি ইউজিসি-র

স্বাস্থ্যবিধি মেনে করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় সম্মতি দিল কেন্দ্র। বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় সম্মতি জানিয়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে চিঠি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিতে হবে। এরপরই পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা নতুন জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এই নির্দেশিকায় বলা হয়েছে-

▪️ পড়ুয়াদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। একইসঙ্গে ভবিষ্যৎ সুন্দর করার মোক্ষম সময়। পরীক্ষার মাধ্যমে পড়ুয়ার মূল্যায়ন তাঁর মনের দৃঢ়তা বাড়াতে সাহায্য করে।

▪️ সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানকে সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে। এক্ষেত্রে অফলাইন বা অনলাইন যে কোনও পদ্ধতি অবলম্বন করতে পারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান।

▪️ ব্যাক পাওয়া ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও অফলাইন বা অনলাইন পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করতে হবে।

▪️ যদি কোনও পড়ুয়া সংশ্লিষ্ট পরীক্ষা কোনও কারণে দিতে না পারে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এই নিয়ম শুধুমাত্র ২০১৯-২০ শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য প্রযোজ্য।

▪️২৯ এপ্রিল ২০২০ তারিখে সেমিস্টার বা পরীক্ষা সংক্রান্ত যে গাইডলাইন প্রকাশ করা হয়েছিল তা বহাল রাখা হলো।

Previous articleদলাই লামার জন্মদিনে তিব্বতকে চিন মুক্ত করার দাবি
Next articleব্রেকফাস্ট নিউজ