Thursday, November 13, 2025

“জন্মদিন আসবে, জন্মদিন যাবে। ক্রিকেট আবার ফিরবে মাঠে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সকলকে সুস্থ থাকা। কারণ, মানুষের জীবন থাকলে সবকিছুই থাকবে।” ৪৭ বসন্ত পেরিয়ে ৪৮-এ পা দিলেন ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আর নিজের জন্মদিনে ভক্তদের উদ্দেশে এমনই বার্তা দিলেন সৌরভ।

খুব স্বাভাবিকভাবেই আজকের দিনটি সৌরভ ভক্ত এবং ভারতীয় ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য এবং বিশেষ একটি দিন। অন্য বছরগুলো এই সময় বিদেশে থাকেন তিনি, এবার কলকাতায় আছেন। ভক্তরা শুভেচ্ছা জানাতে আসছেন বটে, কিন্তু করোনা আবহে জন্মদিনের সেলিব্রেশন বা উৎসবটা এবার কোথাও যেন ফিকে হয়ে গিয়েছে।

জন্মদিনে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর মুখোমুখি হয় সৌরভ নিজেও সে কথা জানালেন। তিনি বলেন, “আগে মানুষের জীবন। আর জীবন থাকলে জন্মদিন-ক্রিকেট অনেক হবে। তাই মহামারির সময় সবাইকে সচেতন-সতর্ক থাকার বার্তাই দিলেন সৌরভ।

এদিকে, ১১৭ দিন পর করোনা আবহের মধ্যেই শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। সৌরভ জানালেন, এই সিরিজ বিশ্ব ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, নতুন নিয়ম-নীতি মেনে যদি এই সিরিজ ভালোভাবে কেটে যায়, তাহলে ক্রিকেট আবার ফিরবে বিশ্বের প্রতিটি প্রান্তে।

একইভাবে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা আইপিএল নিয়ে আশাবাদী। তবে এখনই এই টুর্নামেন্ট শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের।”

৪৮ তম জন্মদিনে দাদার সংকল্প কী? এই প্রশ্নের উত্তরে সৌরভের সোজাসাপ্টা বলেন, “সেরকম কোনও সংকল্প নেই। তবে চাইবো করোনার মত মহামারি দ্রুত পৃথিবী থেকে বিদায় নিক। মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরুক। ক্রিকেট আবার স্বাভাবিক ছন্দে আসুক।”

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version