Sunday, May 11, 2025

“জন্মদিন আসবে, জন্মদিন যাবে। ক্রিকেট আবার ফিরবে মাঠে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সকলকে সুস্থ থাকা। কারণ, মানুষের জীবন থাকলে সবকিছুই থাকবে।” ৪৭ বসন্ত পেরিয়ে ৪৮-এ পা দিলেন ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আর নিজের জন্মদিনে ভক্তদের উদ্দেশে এমনই বার্তা দিলেন সৌরভ।

খুব স্বাভাবিকভাবেই আজকের দিনটি সৌরভ ভক্ত এবং ভারতীয় ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য এবং বিশেষ একটি দিন। অন্য বছরগুলো এই সময় বিদেশে থাকেন তিনি, এবার কলকাতায় আছেন। ভক্তরা শুভেচ্ছা জানাতে আসছেন বটে, কিন্তু করোনা আবহে জন্মদিনের সেলিব্রেশন বা উৎসবটা এবার কোথাও যেন ফিকে হয়ে গিয়েছে।

জন্মদিনে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর মুখোমুখি হয় সৌরভ নিজেও সে কথা জানালেন। তিনি বলেন, “আগে মানুষের জীবন। আর জীবন থাকলে জন্মদিন-ক্রিকেট অনেক হবে। তাই মহামারির সময় সবাইকে সচেতন-সতর্ক থাকার বার্তাই দিলেন সৌরভ।

এদিকে, ১১৭ দিন পর করোনা আবহের মধ্যেই শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। সৌরভ জানালেন, এই সিরিজ বিশ্ব ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, নতুন নিয়ম-নীতি মেনে যদি এই সিরিজ ভালোভাবে কেটে যায়, তাহলে ক্রিকেট আবার ফিরবে বিশ্বের প্রতিটি প্রান্তে।

একইভাবে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা আইপিএল নিয়ে আশাবাদী। তবে এখনই এই টুর্নামেন্ট শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের।”

৪৮ তম জন্মদিনে দাদার সংকল্প কী? এই প্রশ্নের উত্তরে সৌরভের সোজাসাপ্টা বলেন, “সেরকম কোনও সংকল্প নেই। তবে চাইবো করোনার মত মহামারি দ্রুত পৃথিবী থেকে বিদায় নিক। মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরুক। ক্রিকেট আবার স্বাভাবিক ছন্দে আসুক।”

Related articles

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা...

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১১ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

সংঘর্ষ বিরতি লঙ্ঘন: মেঘের আড়ালে চিন! দাদাগিরি জারি আমেরিকার

শনিবার বিকালে আচমকাই সংঘর্ষ বিরতি। তাও সেটা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনঘণ্টার মধ্যে সেই চুক্তি ভেঙেও...
Exit mobile version