Tuesday, November 11, 2025

“জন্মদিন আসবে, জন্মদিন যাবে। ক্রিকেট আবার ফিরবে মাঠে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সকলকে সুস্থ থাকা। কারণ, মানুষের জীবন থাকলে সবকিছুই থাকবে।” ৪৭ বসন্ত পেরিয়ে ৪৮-এ পা দিলেন ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আর নিজের জন্মদিনে ভক্তদের উদ্দেশে এমনই বার্তা দিলেন সৌরভ।

খুব স্বাভাবিকভাবেই আজকের দিনটি সৌরভ ভক্ত এবং ভারতীয় ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য এবং বিশেষ একটি দিন। অন্য বছরগুলো এই সময় বিদেশে থাকেন তিনি, এবার কলকাতায় আছেন। ভক্তরা শুভেচ্ছা জানাতে আসছেন বটে, কিন্তু করোনা আবহে জন্মদিনের সেলিব্রেশন বা উৎসবটা এবার কোথাও যেন ফিকে হয়ে গিয়েছে।

জন্মদিনে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর মুখোমুখি হয় সৌরভ নিজেও সে কথা জানালেন। তিনি বলেন, “আগে মানুষের জীবন। আর জীবন থাকলে জন্মদিন-ক্রিকেট অনেক হবে। তাই মহামারির সময় সবাইকে সচেতন-সতর্ক থাকার বার্তাই দিলেন সৌরভ।

এদিকে, ১১৭ দিন পর করোনা আবহের মধ্যেই শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। সৌরভ জানালেন, এই সিরিজ বিশ্ব ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, নতুন নিয়ম-নীতি মেনে যদি এই সিরিজ ভালোভাবে কেটে যায়, তাহলে ক্রিকেট আবার ফিরবে বিশ্বের প্রতিটি প্রান্তে।

একইভাবে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা আইপিএল নিয়ে আশাবাদী। তবে এখনই এই টুর্নামেন্ট শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের।”

৪৮ তম জন্মদিনে দাদার সংকল্প কী? এই প্রশ্নের উত্তরে সৌরভের সোজাসাপ্টা বলেন, “সেরকম কোনও সংকল্প নেই। তবে চাইবো করোনার মত মহামারি দ্রুত পৃথিবী থেকে বিদায় নিক। মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরুক। ক্রিকেট আবার স্বাভাবিক ছন্দে আসুক।”

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version