Tuesday, August 26, 2025

দুর্ঘটনা কমেছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ -এর জন্য, মন্তব্য ব্যারাকপুরের সিপি মনোজ ভার্মার

Date:

চন্দন বন্দ্যোপাধ্যায়

দুর্ঘটনা কমেছে উত্তর ২৪ পরগনায় । আর এটা সম্ভব হয়েছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ অভিযানের জন্য । শেষ ৬ মাসে দুর্ঘটনা ঘটেছে ৩৩ টি। বুধবার এমনটাই জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচারভিযানের চতুর্থ বর্ষ পূর্তিতে ডানলপ মোড়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি এই অভিযানকে আরও ব্যাপকভাবে প্রচারের পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানান। উপস্থিত ছিলেন বরাহনগরের বিধায়ক তথা পরিকল্পনা-উন্নয়ন দফতরের মন্ত্রী তাপস রায়, বেলঘরিয়া থানার আইসিসি রঞ্জন রুদ্র, কামারহাটি পুরসভার প্রশাসক গোপাল সাহা সহ পুলিশের শীর্ষ কর্তারা । দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে দুর্ঘটনার কারণ নির্ণয়ের মাধ্যমে তা রোধ করার জন্য সঠিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করার পক্ষে সওয়াল করেন মন্ত্রী তাপস রায়। এই প্রচারাভিযানের জন্য সোশাল মিডিয়া অপরিহার্য ভূমিকা পালন করেছে বলেও জানান তিনি। এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রায় ২৫০ পুলিশ কর্মীরা একটি বাইক মিছিলে অংশ নেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ২০১৩ সালের ৮ জুলাই, গোটা রাজ্য জুড়ে জনস্বার্থে চালু করেন এই অভিযান। শুধু যে খোদ কলকাতায় নয়, শহরতলিতেও পথ দুর্ঘটনার সংখ্যা ছিল বেশি। পুলিশ দুর্ঘটনা-প্রবণ এলাকায় ক্যামেরা বসিয়েছে, ট্রাফিক পুলিশকে আরও সরঞ্জাম এবং মোটরবাইক সরবরাহ করছে সরকার।
এদিনের অনুষ্ঠানেও পুলিশ কর্মীদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয় ।

Related articles

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...
Exit mobile version