Tuesday, May 13, 2025

অরূপ-মলয়কে কার্যালয়ে আটকে তুমুল বিক্ষোভ জলপাইগুড়ি তৃণমূলের

Date:

Share post:

উত্তরবঙ্গে তৃণমূলের অস্বস্তি কিছুতেই কাটছে না ৷

দিনদুয়েক আগে কোচবিহারে দলীয় সভা চলাকালীন ঘটে তুমুল গোষ্ঠীকোন্দলের ঘটনা৷ আর বুধবার আরও ‘বড়’ ঘটনা জলপাইগুড়িতে।

এদিন শুধু বিক্ষোভ দেখানো নয়, দুই মন্ত্রীকে কার্যত আটকে রেখেই বেনজির বিক্ষোভ হয়েছে জলপাইগুড়ি তৃণমূলের জেলা দফতরে৷ দলীয় কার্যালয়ে ছিলেন তিন মন্ত্রী৷ তৃণমূল কর্মীদের বিক্ষোভ শুরু হওয়ামাত্রই
কোনও রকমে মন্ত্রী গৌতম দেব জেলা দফতর থেকে বেরিয়ে যেতে পারলেও আটকে পড়েন অন্য দুই মন্ত্রী, অরূপ বিশ্বাস এবং মলয় ঘটক। দফতর ঘিরে ওই দুই মন্ত্রীকে আটকে রেখে তৃণমূল কর্মীদের গলায় তখন চড়া স্লোগান, “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। শুভেন্দু অধিকারি জিন্দাবাদ”। “শুভেন্দু অধিকারির নেতৃত্বে ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেস চলছে চলবে”৷ সমানে চলে তুমুল চিৎকার। দুই গোষ্ঠীর নেতারা একে অন্যকে ঠেলাঠেলি করতে থাকেন৷ সব ঘটনাই বসে থেকে দেখলেন দুই মন্ত্রী৷ মন্ত্রীদের জেলা দফতরে আটকে রেখেই ব্লক স্তরের কমিটি গঠন নিয়ে তুলকালাম কাণ্ড চলে৷ রাস্তাতেও তখন চলছে মন্ত্রীদের বিরুদ্ধে স্লোগান৷ শুরু হয়ে যায় অবস্থান বিক্ষোভও। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দৌঁড়ে ঘটনাস্থলে হাজির হন উচ্চপদস্থ পুলিশ কর্তারাও। কিন্তু তাতেও কাজ হয়না৷ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের পুরোদমে বিক্ষোভ চলে৷

এদিন রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস, গৌতম দেব ও মলয় ঘটকের উপস্থিতিতে প্রায় এক বছর পর তৃণমুলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন তিন মন্ত্রী।
পরে সাংবাদিক বৈঠক করে সেই কমিটি ঘোষণা করা মাত্রই অগ্নিগর্ভ হয়ে ওঠে জেলা দফতর। জানা গিয়েছে, ময়নাগুড়ির ব্লক সভাপতি হিসেবে মনোজ রায়ের নাম ঘোষণা হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ময়নাগুড়ির তৃণমূল নেতা ডালিম রায়ের অনুগামীরা। তাঁরা চিৎকার করে বলতে শুরু করেন, দলে টাকা দিয়ে পদ কেনাবেচা হচ্ছে। এটা তাঁরা মেনে নেবেন না। ডালিম রায়ের গোষ্ঠীর লোকজন বলতে থাকে, “দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানা হচ্ছে না। যেমন খুশি তেমন দল চলছে। এটা আমরা মেনে নেব না।” তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক অনন্ত দেব অধিকারীর বিরুদ্ধেও। ডালিম গোষ্ঠীর বক্তব্য, “এই বিধায়ক দু’দিন আগেও ইনকিলাব জিন্দাবাদ বলতেন। আজ তিনি আরএসএসকে সাহায্য করছেন।” পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়৷ তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হন।
অরূপ বিশ্বাস অনেক দিন ধরেই দলের তরফে জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক। লোকসভা ভোটে জলপাইগুড়িতে হারের পর দলীয় বৈঠকে দিদির ক্ষোভের মুখেও পড়তে হয়েছিল তাঁকে৷ তখনই মলয় ঘটককেও পর্যবেক্ষক হিসাবে জুড়ে দেওয়া হয়৷ আর এদিনের ঘটনার পর দলের অন্দরে তাঁর অস্বস্তি বৃদ্ধি পাওয়ারই আশঙ্কা৷

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...