শহরের এই সরকারি হাসপাতালে ভর্তি হলেই করোনা টেস্ট বাধ্যতামূলক! কোথায় জানেন?

যে কোনও অসুখ নিয়ে ভর্তি হলেই করতে হবে করোনা টেস্ট। এবার এমনই ফতোয়া জারি হলো কলকাতার আর জি কর হাসপাতালে। শুধু তাই নয়, নমুনা পরীক্ষার জন্য একদম পৃথক একটি ওয়ার্ড তৈরি করল আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিটি রোগীকে টেস্টের সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

কিন্তু কেন এমন ফতোয়া?

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সব রোগীদের টেস্ট করা হলেই অন্যান্য ওয়ার্ডে কোনওভাবে অজান্তে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভসবনা কম থাকবে।

এ সংক্রান্ত বিষয়টি জানিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলও।

দেখুন সেই টুইট—

Previous articleএবার লেদার কমপ্লেক্স থানায় করোনার থাবা, আক্রান্ত ওসি-সহ ৫ জন পুলিশকর্মী
Next articleবর্ণবৈষম্য নিয়ে তোপ দাগলেন হোল্ডিং ও নাসের