Tuesday, May 13, 2025

5-6 দিন ধরে পুলিশকে ঘোল খাইয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস এসে গিয়েছিল কানপুরের মাফিয়া বিকাশ যুগের এমনটাই মনে করছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আর সেই কারণেই উজ্জয়নের মহাকাল মন্দিরে মাস্ক খুলেই ফুল বিক্রেতার সঙ্গে কথা বলেন তিনি। লেখেন নিজের নাম। ছদ্মবেশের লেশমাত্র ছিল না বিকাশের। তবে বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। কারো কারো মতে সত্যিই কি বিকাশ কে ধরেছে পুলিশ? নাকি তিনি আত্মসমর্পণ করেছেন?
বিকাশ দুবেকে ধরতে নাজেহাল হন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের পদস্থ পুলিশকর্তারা। বৃহস্পতিবার, মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দির থেকে গ্রেফতার করা হয় কানপুরে ৮ পুলিশকর্মী খুনের মূল পাণ্ডা বিকাশকে। বুধবার, পুলিশের এনকাউন্টারে মারা যান বিকাশের ডান হাত অমর দুবে। ফরিদাবাদের একটি হোটেলের সিসিটিভি ফুটেজে বিকাশকে মাস্কে মুখ ঢেকে পালিয়ে যেতে দেখা যায়।
বৃহস্পতিবার, মহাকাল মন্দিরের বাইরে একজন ফুল বিক্রিতার সঙ্গে মুখের মাস্ক খুলে কথা বলেছিলেন বিকাশ। তাঁকে দেখে সন্দেহ হয় ফুল বিক্রেতার। তিনি খবর দেন পুলিশকে। শুধু তাই নয়, মহাকাল মন্দিরের ভিআইপি লাইনে নিজের আসল নামেই নাম নথিভুক্ত করেন বিকাশ। সেখান থেকেও খবর যায় পুলিশের কাছে। তবে তাকে চেনার পরেও মন্দিরের নিরাপত্তারক্ষীরা নিজেরা কিছু না করে পুলিশকে খবর দেন। এরপরই পুলিশ গিয়ে মন্দির চত্বর ঘিরে ফেলে অবশেষে তাঁকে গ্রেফতার। তবে মন্দিরে ভিতর থেকে না বাইরে, ঠিক কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, তা জানায়নি মধ্যপ্রদেশ পুলিশ।
তবে বিকাশকে গ্রেফতার করা হয়েছে? না কি আত্মসমর্পণ করেছেন তিনি? এর পিছনে কোনও অভিসন্ধি রয়েছে কি না এখন সেটা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু...
Exit mobile version