Tuesday, May 13, 2025

‘আজকাল’ পত্রিকার সব শেয়ার ছেড়ে দিলেন সত্যম রায়চৌধুরী। আজকালের 78%, এবং হোল্ডিং কোম্পানি চেতনার 100% শেয়ারই ছেড়েছেন তিনি। নতুন মালিক হিসেবে এলেন দুই বিজ্ঞাপন এজেন্সির দুই কর্ণধার অশোক রায় ও কল্যাণ সরকার । বুধবার সত্যমবাবুর সঙ্গে তাঁদের সইসাবুদ হয়ে গিয়েছে। নতুন মালিকরা কাগজ দেখবেন। আর যেহেতু এতদিন বিপুল টাকা লগ্নি করেছেন সত্যম, তাই শেয়ার ছাড়লেও আজকাল অনলাইন এডিশন এবং পুজোবার্ষিকীসহ বই প্রকাশনীর অংশ সত্যমের হাতেই থাকবে। ফলে আজকালে আবার একটি নতুন ইনিংস শুরু হল।

সূত্রের খবর, আজকাল পরিচালনা নিয়ে তুমুল ক্ষুব্ধ ছিলেন সত্যম। সত্যমের কমিটির সঙ্গে বনছিল না বাকিদের। সত্যম বিপুল ক্ষতির বোঝা নিয়েও শান্তি পাচ্ছিলেন না। একরাশ বিরক্তি নিয়ে ছেড়ে দিতে চান তিনি। এর মধ্যে অতি সম্প্রতি একটি তথ্য সামনে আসায় তদন্তের পথে যাচ্ছিলেন তাঁরা। তার আগেই কেনার অফার আসে। বিরক্ত সত্যম আর দেরি না করে প্রচুর ক্ষতিতেও রাজি হয়ে যান। সূত্রের খবর, সত্যমকে নতুন মালিকরা সাম্মানিক চেয়ারম্যান করতে চাইলেও তিনি রাজি নন। নতুন বোর্ডে এখন অশোক দাশগুপ্তর পাশাপাশি প্রদীপ দাশগুপ্তও থাকবেন। বিজ্ঞাপন আধিকারিক থেকে মালিকানায় উঠে আসার কৃতিত্ব তাঁর প্রাপ্য, কারণ গোটাটাতেই তিনি মধ্যমণি। ফলে সত্যম যেভাবে আজকালকে ঢেলে সাজাতে গিয়েছিলেন, তা অথৈ জলে। আপাতত অশোক দাশগুপ্ত আর প্রদীপ দাশগুপ্তর জুটির হাতেই চলবে আজকাল। সত্যম আলাদাভাবে অনলাইন আর বই বিভাগ দেখবেন। আজকাল পরিচালনায় সত্যমের গঠিত কমিটিরও আর অস্তিত্ব থাকবে না। টেকনোর তরফে আজকালে যাওয়া কর্মীরাও ফিরে যাবেন। গোটা বিষয়টি নিয়ে জল্পনার মেঘ ঘুরছে। বারবার আজকালে কেন সঙ্কট আসে আর সত্যমের মত মালিককেও কেন চলে যেতে হয়, কর্মীদের মহলে আলোচনা তুঙ্গে।

 

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version