Sunday, May 4, 2025

সোনাপাচারকাণ্ডে প্রধানমন্ত্রীকে চিঠি বিজয়নের, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের আর্জি

Date:

সংযুক্ত আরব আমিরশাহির কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে বেআইনিভাবে কয়েক কেজি সোনা পাচারের অভিযোগে তোলপাড় কেরালা। তিরুঅনন্তপুরম বিমানবন্দরে সোনা পাচারের এই ঘটনায় বিজেপি, কংগ্রেস-সহ রাজ্যের বিরোধীরা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগ ও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। এই পরিস্থিতিতে এবার এই ঘটনা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কেরালার মুখ্যমন্ত্রী। তাতে তিনি স্বত‍ঃপ্রণোদিত হয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করেছেন। মুখ্যমন্ত্রী বিজয়ন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে লিখেছেন, যে কোনও কেন্দ্রীয় তদন্ত এজেন্সি দিয়ে ঘটনার সবদিক তদন্ত করা হোক। রাজ্য সরকার সবরকম সাহায্য করবে। চিঠিতে বিজয়ন লিখেছেন, কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে সোনা পাচারের ঘটনা অত্যন্ত গুরুতর। দেশের অর্থনীতিতেও এর বিরাট প্রভাব পড়বে। এই ঘটনা সবদিক তদন্ত করে দেখা হোক। রাজ্য সরকারের কিছু গোপন করার নেই।

প্রসঙ্গত,গত ৪ জুলাই কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে এসে পৌঁছেছিল ৩০ কেজি সোনা। সংযুক্ত আরব আমিরশাহির কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে ওই সোনা আনা হয়েছিল। বিজেপি সহ বাকি বিরোধীরা অভিযোগ করে কেরালার তথ্যপ্রযুক্তি সচিব এম শিবশংকর সোনা পাচারে যুক্ত। এলডিএফ সরকার তাঁকে আড়াল করতে চাইছে। শিবশংকর তথ্যপ্রযুক্তি দফতরের পাশাপাশি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সচিব হিসাবেও কাজ করতেন। ফলে বিরোধীদের অভিযোগ, খোদ মুখ্যমন্ত্রীর দফতরই সোনা পাচারে যুক্ত। রাজনৈতিক প্রচার শুরু হতেই তথ্যপ্রযুক্তি সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোনাপাচারকাণ্ডে ইতিমধ্যেই যথেষ্ট ধাক্কা খেয়েছে বিজয়ন সরকারের ভাবমূর্তি।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version