নতুন লকডাউনে অবশ্যপালনীয় বিধি

আজ, বৃহস্পতিবার, বিকেল পাঁচটা থেকে
৭ দিনের জন্য ৪ জেলার কিছু অঞ্চলে আরেক দফা লকডাউন কার্যকর হবে৷ দেখে নিন লকডাউনের আওতাভুক্ত এলাকায় অবশ্যপালনীয় কিছু বিধি :

◾মাস্ক না পড়লে পুলিশ কড়া ব্যবস্থা নেবে৷

◾সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখতে হবে লকডাউন এলাকায়।

◾অত্যাবশকীয় ছাড়া সমস্ত দোকান বন্ধ থাকবে৷

◾এইসব এলাকায় ঢোকা- বেরোনোয় কড়া নিয়ন্ত্রণ থাকবে।

◾স্থানীয় প্রশাসন হোম ডেলিভারির মাধ্যমে অত্যাবশ্যকীয় পণ্য পাঠাবে বাড়িতে বাড়িতে।

◾লকডাউন এলাকার মানুষের অফিসে হাজিরা বাধ্যতামূলক নয়।

◾আপাতত লকডাউন চলবে ৭ দিন৷

◾পরিস্থিতি পর্যালোচনা করে স্থির হবে পরের রণকৌশল।

Previous articleনেপথ্যে ত্রাতা মমতা? ইস্টবেঙ্গলের পাশে হর্ষ নেওটিয়া?
Next article“বলো হরি বোল”! লকডাউন নিয়ে কেন্দ্র-রাজ্য আঁতাতের অভিযোগে অভিনব প্রতিবাদ কংগ্রেসের