Monday, November 10, 2025

জলের পাইপ লাইন সমস্যায় ঝুলে রইল বরানগর- বারাকপুর মেট্রো প্রকল্প

Date:

Share post:

বরানগর থেকে বারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প (Baranagar to Barrackpore Metro) নিয়ে শুক্রবার কলকাতা পুরসভায় (KMC) উচ্চপর্যায়ের বৈঠক করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দুপুর তিনটে নাগাদ মেট্রো কর্তৃপক্ষ, RVNL, পিডব্লিউডি অথোরিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা (Jadavpur University) এবং বারাকপুর পুলিশ কমিশনারেটের সিপির উপস্থিতিতে এই বৈঠক হয়।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের ঘোষনা করেছিলেন। এটি বাস্তবায়িত হলে উত্তর শহর তলীর কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এই বিষয়টি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লেখার ফের একবার শিরোনামে উঠে এসেছে বরানগর -বারাকপুর মেট্রো প্রকল্প। প্রস্তাবিত এই মেট্রো লাইনের দৈর্ঘ্য হবে প্রায় সাড়ে বারো কিলোমিটার। কিন্তু প্রধান সমস্যা হচ্ছে বিটি রোড থেকে জলের পাইপলাইন সরানো। ৪২ থেকে ৭২ ইঞ্চি ব্যাসের ছটি বড় পাইপলাইন কীভাবে সরানো হবে তা নিয়ে পুরসভার কর্তারা আলোচনা করেন বলে জানা গেছে। নিদেন পক্ষে তিনটি পাইপ অন্তত সরাতেই হবে। কিন্তু তাহলে একটা বিরাট অংশের মানুষ জল সংকটে পড়তে পারেন। জানা যাচ্ছে দুটি ৯০ ইঞ্চি পাইপ বসানোর প্রস্তাব রাখা হয়েছে। কিন্তু এত বড় ব্যাসের পাইপ বসাতে গেলে মাইক্রো পাইলিং প্রযুক্তির সাহায্য নিতে হতে পারে। কিন্তু এর জন্য কোথা থেকে বিপুল পরিমাণ অর্থ আসবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। সূত্রের খবর এই দিনের বৈঠকে এই প্রশ্নের কোন উত্তর মেলেনি। মেট্রো কর্তৃপক্ষের তরফেও বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

spot_img

Related articles

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...