Friday, December 12, 2025

‘আজকাল’-এর সব শেয়ার ছেড়ে দিলেন সত্যম, হাতে শুধু দুই বিভাগ

Date:

Share post:

‘আজকাল’ পত্রিকার সব শেয়ার ছেড়ে দিলেন সত্যম রায়চৌধুরী। আজকালের 78%, এবং হোল্ডিং কোম্পানি চেতনার 100% শেয়ারই ছেড়েছেন তিনি। নতুন মালিক হিসেবে এলেন দুই বিজ্ঞাপন এজেন্সির দুই কর্ণধার অশোক রায় ও কল্যাণ সরকার । বুধবার সত্যমবাবুর সঙ্গে তাঁদের সইসাবুদ হয়ে গিয়েছে। নতুন মালিকরা কাগজ দেখবেন। আর যেহেতু এতদিন বিপুল টাকা লগ্নি করেছেন সত্যম, তাই শেয়ার ছাড়লেও আজকাল অনলাইন এডিশন এবং পুজোবার্ষিকীসহ বই প্রকাশনীর অংশ সত্যমের হাতেই থাকবে। ফলে আজকালে আবার একটি নতুন ইনিংস শুরু হল।

সূত্রের খবর, আজকাল পরিচালনা নিয়ে তুমুল ক্ষুব্ধ ছিলেন সত্যম। সত্যমের কমিটির সঙ্গে বনছিল না বাকিদের। সত্যম বিপুল ক্ষতির বোঝা নিয়েও শান্তি পাচ্ছিলেন না। একরাশ বিরক্তি নিয়ে ছেড়ে দিতে চান তিনি। এর মধ্যে অতি সম্প্রতি একটি তথ্য সামনে আসায় তদন্তের পথে যাচ্ছিলেন তাঁরা। তার আগেই কেনার অফার আসে। বিরক্ত সত্যম আর দেরি না করে প্রচুর ক্ষতিতেও রাজি হয়ে যান। সূত্রের খবর, সত্যমকে নতুন মালিকরা সাম্মানিক চেয়ারম্যান করতে চাইলেও তিনি রাজি নন। নতুন বোর্ডে এখন অশোক দাশগুপ্তর পাশাপাশি প্রদীপ দাশগুপ্তও থাকবেন। বিজ্ঞাপন আধিকারিক থেকে মালিকানায় উঠে আসার কৃতিত্ব তাঁর প্রাপ্য, কারণ গোটাটাতেই তিনি মধ্যমণি। ফলে সত্যম যেভাবে আজকালকে ঢেলে সাজাতে গিয়েছিলেন, তা অথৈ জলে। আপাতত অশোক দাশগুপ্ত আর প্রদীপ দাশগুপ্তর জুটির হাতেই চলবে আজকাল। সত্যম আলাদাভাবে অনলাইন আর বই বিভাগ দেখবেন। আজকাল পরিচালনায় সত্যমের গঠিত কমিটিরও আর অস্তিত্ব থাকবে না। টেকনোর তরফে আজকালে যাওয়া কর্মীরাও ফিরে যাবেন। গোটা বিষয়টি নিয়ে জল্পনার মেঘ ঘুরছে। বারবার আজকালে কেন সঙ্কট আসে আর সত্যমের মত মালিককেও কেন চলে যেতে হয়, কর্মীদের মহলে আলোচনা তুঙ্গে।

 

spot_img

Related articles

শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে আজই ছুটি পাচ্ছেন নচিকেতা! 

হৃদরোগের সমস্যা নিয়ে আচমকাই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। পরীক্ষা করতেই...

প্রয়াত শিবরাজ পাতিল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার লাতুরে...

সংসদের অপমান! হামলার বর্ষপূর্তিতেও রাজ্যসভায় নেই পূর্ণমন্ত্রীরা, বিরোধীদের দাবিতে অধিবেশন মুলতুবি করতে হল চেয়ারম্যানকে

সংসদ হামলার ২৪ বছর পূর্তি হল শুক্রবার। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদেরা (MP)। কিন্তু...

টি২০-তে সূর্য-গিলদের পারফরম্যান্স উদ্বেগজনক, আস্থা অটুট ম্যানেজমেন্টের

কয়েক মাস পরই টি২০ বিশ্বকাপ। কিন্তু তার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে উদ্বেগ এবং আতঙ্ক...