একদিকে যখন সবজির বাজার আকাশছোঁওয়া, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে মাছের দামও। যারা ভাবছেন সবজি নয় মাছ খেয়ে এ কদিন কাটিয়ে দেবেন, বাজারে গিয়ে তারাও রীতিমতো হতাশ। আসুন দেখে নি এক নজরে আজকের মাছের দাম।
মাছের দামের বিষয়ে ব্যবসায়ীদের বক্তব্য , ‘গত সপ্তাহের তুলনায় আজ সব ধরনের মাছ কেজিতে ৬০ থেকে ১০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কারণ, যোগান কম।
আজ বৃহস্পতিবার বাজারে চিংড়ির দাম ৪০০ থেকে ৮০০ টাকা কেজি। পমফ্রেট মাছ বিকোচ্ছে ৬০০ টাকা কেজি দরে। ৪০০ থেকে ৫০০ টাকা কেজি বাটা মাছের। বোয়াল মাছের কেজি ৩০০ টাকা থেকে ৫০০ টাকা । পাবদার দাম ৬০০ টাকা। ৮০০টাকা থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গলদা চিংড়ি । এছাড়া অধিকাংশ মাছের দাম উর্ধ্বমুখী।