শ্রীদেবীর মৃত্যুর বছর দুয়েক পর ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর অপ্রত্যাশিত মৃত্যু হয়েছিল দু’বছর আগে। জানা গিয়েছিল, বাথটবে পড়ে মৃত্যু হয়েছিল তাঁর।

সম্প্রতি আরব আমিরশাহীর স্বাস্থ্যমন্ত্রকের একটি ময়নাতদন্তের রিপোর্টে শ্রীদেবীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। অভিনেত্রী মারা গিয়েছিলেন ২৪ ফেব্রুয়ারি ২০১৮ এবং রিপোর্টটি তৈরি হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ২০১৮তে। এখানে জানানো হয়েছে, বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। রক্তের নমুনায় রয়েছে কোকেন এবং লেবুর জ্যুস। সেই সঙ্গে ফুসফুসে হুইস্কির নমুনা মেলে। এছাড়া শরীরে তিনটি আঘাতের চিহ্নও ছিল, যার একটি মাথায়, দ্বিতীয় প্লাম ভেইন এবং তৃতীয় ফুসফুসের মধ্যে ডায়াফ্রাগ্রামে। এর থেকেই নিশ্চিত যে মৃত্যু স্বাভাবিক নয়। মৃত্যুর নিশ্চিত হওয়ার পরেই তাঁকে ফেলে রাখা হয়েছিল বাথটবে। যদিও এই রিপোর্টের কোনওরকম সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’।

Previous articleফের পুলিশি হেনস্থার শিকার অর্জুন সিং
Next articleকরোনায় আক্রান্ত কোয়েল-রঞ্জিত মল্লিক সহ গোটা পরিবার