বাংলার ‘সেফ হোম’ প্রকল্পের প্রশংসা কেন্দ্রের

বাংলার প্রকল্পকে মডেল করতে চায় কেন্দ্রীয় সরকার। কারণে, কোভিড চিকিৎসায় ‘সেফ হোম’ প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের অধীন যাঁদের রোগের প্রকোপ কম বা উপসর্গ নেই, তাঁদের জন্য নির্দিষ্ট বাড়িতে বিনামূল্যে রাখা হয়েছে। কারণ নিজেদের বাড়িতে তাঁদের আইসোলেশনে থাকার সুবিধা নেই।

এই পরিস্থিতিতে তাঁদের সম্পূর্ণ স্যানিটাইজ করা বাড়িতে রাখা হচ্ছে।

বাড়িতে থাকছে অন্যান্য সুযোগ সুবিধা।

চিকিৎসকরা সেখানে তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন

এই সেফ হোমগুলির সঙ্গে যোগাযোগ থাকছে কোভিড হাসপাতালের।

রোগীর পরিস্থিতির যদি অবনতি হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে হাসপাতালে স্থানান্তরিত করা যাবে।

এর ফলে সঙ্কটজনক পরিস্থিতিতে থাকা রোগীদের হাসপাতালে চিকিৎসার সুযোগ বৃদ্ধি পেয়েছে।

রাজ্যে ১০৬টি সেফ হোম তৈরি করা হয়েছে, যাতে ৬৯০৮ টি বেড রয়েছে।

দেশের মধ্যে বাংলাতেই প্রথম এই প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের প্রশংসা করেছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে অন্যান্য রাজ্যেও এই মডেল চালু করার প্রস্তাব দিয়েছে তারা।

Previous articleঅবশেষে প্রকাশ্যে এলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত বিজেপি নেতা! কী বললেন তিনি?
Next articleBreaking: ইস্টবেঙ্গলও আইএসএলে, তুরুপের তাস মমতার