হঠাৎ বন্ধ চুঁচুড়া-নৈহাটি ফেরি পরিষেবা, বিপাকে যাত্রীরা

হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হল চুঁচুড়া-নৈহাটি ফেরি পরিষেবা। এর জেরে বিপাকে যাত্রীরা।কোনও লিখিত নির্দেশ না দেখিয়ে চন্দননগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফেরিঘাট বন্ধ করতে বলা হয়। উত্তর ২৪ পরগনার কিছু জায়গায় লকডাউন শুরু হয়েছে। শুক্রবার সকাল পৌনে সাতটা থেকে লঞ্চ চালু হয়। পৌনে এগারোটায় বন্ধ করে দেওয়া হয় ফেরিঘাট। এর ফলে বিপাকে পড়েন দুই পারের বহু যাত্রী।

ইতিমধ্যে চুঁচুড়া থেকে নৈহাটি বা নৈহাটি থেকে হুগলিতে যাঁরা গিয়েছেন, তাঁরা ফিরবেন কী করে, তা নিয়ে চিন্তায় পড়েছেন।ফেরিঘাটের কর্মীদের অভিযোগ, তাঁদের কোনও সময় না দিয়েই ঘাট বন্ধ করতে বলা হয়। তবে কী কারণে এই নির্দেশ তা এখনও স্পষ্ট নয়।

Previous articleজার্সির রং সবুজ-মেরুণই থাকছে এটিকে মোহনবাগানের
Next articleলকডাউন না মানলে কড়া পদক্ষেপ: মনোজ ভার্মা