Wednesday, May 14, 2025

রক্ষণাবেক্ষণের ভার কার? এই দড়ি টানাটানিতে ধুঁকছে কোচবিহার ফাঁসিরঘাটের ছোট্ট কাঠের সেতু। ১৯৫০-এর প্রথম দিকে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল বলে মত স্থানীয় বাসিন্দাদের। তোর্সা নদীর বাঁক পরিবর্তন করে কোচবিহার শহরের দিকে সরে এলে অস্থায়ীভাবে একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই সময় এই সেতুটি তৈরি হয়। ১৯৭২ সালে তোর্সা নদীতে ভয়াবহ বন্যা হয়। তারপর বর্তমান বাধটি তৈরি হয়। সেতুটি কিন্তু আগের জায়গাতেই রয়ে গিয়েছে।

সেই সেতুর উপরে ভরসা করে মূল তোর্সা নদী ও ছোট তোর্সা নদীর মধ্যে চরে প্রচুর মানুষ বসতি স্থাপন করে। প্রায় ৩০০ পরিবারের বসবাস ওই জায়গায়। শহরের সঙ্গে সংযোগ বলতে এই একটি সেতুই ভরসা। কিন্তু সংস্কারের অভাবে বেহাল দশা সেটির।
বন্যা পরিস্থিতি হলে সেতুটি ভেঙে পড়ার উপক্রম হয়।
দুর্গাপুজোর ভাসান থেকে ছট পুজোতেও এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই সেতুর রক্ষণাবক্ষেণের ভার কার উপর? তা নিয়ে চিন্তায় পড়েছেন কোচবিহারের প্রশাসনিক আধিকারিকরা।
কোচবিহার সেচ বিভাগের ইঞ্জিনিয়ার স্বপন সাহা বলেন, নদী রক্ষণাবক্ষেণ, বাঁধ নির্মাণ সমস্ত তাঁদের আওতাধীন। কিন্তু কাঠের এই সেতুটি তাদের আওতায় মধ্যে পড়ে না।
কোচবিহার পিডব্লিউডি-র আধিকারিক নিমাই পাল বলেন, এই সেতুটি পিডব্লিউডির আওতাধীন নয়। সেতুটি রক্ষণাবেক্ষণ কারা করছে সেটাও তাঁর সঠিক জানা নেই।
কোচবিহার পুরসভার তরফ থেকে এই সেতুর বিষয়ে কোন মন্তব্য করেন হয়নি।
পুর এলাকায় হওয়ার সুবাদে জেলা পরিষদের আওতাধীন কোনোমতেই হতে পারে না এই সেতুটি- জানান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল জলিল আহমেদ। এখন প্রশ্ন উঠছে সেতুটি কার?

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দড়ি টানাটানিতে দীর্ঘ দিন সংস্কার হয়নি সেতুটির। অবিলম্বে মেরামতি না হলে বর্ষার সেতু ভেঙে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। অবিলম্বে এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পালকে। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।

Related articles

দেশে ফিরলেন পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার

আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন প্রায় কুড়ি দিন ধরে পাকিস্তানে বন্দি অবস্থায় থাকা বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার...

গ্যাংটকে ভারী বৃষ্টি-ধসের জেরে দুর্ঘটনা, সতর্কতা জারি প্রশাসনের

পাহাড়ে ভারী বৃষ্টি দুর্যোগে জেরে মঙ্গলবার রাতে গ্যাংটকের বোজোঘরির থার্ড মাইল এলাকায় নামল ধস (landslide in the Third...

আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আজ বিকেলে নবান্নে (Nabanna) রাজ‍্য মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। ভারত-পাকিস্তান সংঘর্ষ...

আজ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ (DA )মামলার শুনানি হতে চলেছে। গত আড়াই বছরে...
Exit mobile version