প্রকাশ্যে দুই মন্ত্রীর বিস্ফোরণ, বিজেপির ভাষায় কথা বলছেন রাজীব! বলেন কী মন্ত্রী!

প্রসঙ্গ ত্রাণ দুর্নীতি নিয়ে দলীয় শাস্তি। আর সে নিয়ে প্রকাশ্যে রাজ্যের দুই মন্ত্রীর বিস্ফোরণ।

মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলছেন, রাঘব বোয়ালদের বাদ দিয়ে শুধু চুনোপুঁটিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো? আমি কেন জানতেই পারলাম না! পাল্টা অরূপ বলছেন বিজেপির ভাষায় কথা বলছেন রাজীব! দুর্নীতিবাজদের শাস্তি দিতে গিয়ে রাজ্যের দুই মন্ত্রীর এ হেন প্রকাশ্য লড়াইয়ে মজা পেয়েছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলছেন, এসব আই ওয়াশ চলছে। একজনকে বাদ দিয়ে অন্যজনকে খাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

ত্রাণ নিয়ে হাওড়ার তিন নেতাকে শোকজ করা নিয়ে ঘটনার সূত্রপাত। তিনজনকে শোকজের পর সাসপেন্ড করা হয়। সাসপেনশনের সময় আরও দুজনকে শোকজ করা হয়। সব মিলিয়ে সংখ্যাটা ৫। ঘটনা জানার পর ক্ষোভে ফেটে পড়েন রাজীব। তিনি হাওড়া জেলার কো-অর্ডিনেটর আর অরূপ রায় জেলা সভাপতি।


রাজীব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ…

১. মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। কয়েকজনের জন্য দলের ভাবমূর্তি খারাপ হতে দেওয়া যায় না

২. হাওড়া জেলা সভাপতি একতরফা সিদ্ধান্ত নিয়েছেন

৩. কয়েকজন ভুঁইফোড় দুর্নীতিবাজ মানুষের জন্য নেত্রীর ভাবমূর্তি খারাপ হতে দেব না। যতদিন রাজনীতিতে থাকবো ততদিন লড়াই করব

৪. জেলা কো-অর্ডিনেটর হওয়ার শর্ত আমি জানতেই পারলাম না শাস্তির কথা। পুরোটাই আমাকে অন্ধকারে রেখে হয়েছে

৫. দলের সিদ্ধান্ত ছিল, জেলার কো-অর্ডিনেটর আর প্রেসিডেন্ট একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে তা হয়নি

৬. কয়েকজন চুনোপুঁটিকে শাস্তি দেওয়া হয়েছে। রাঘববোয়ালরা বাদ গেল কেন

৭. হাওড়াবাসী জানেন, দুর্নীতিবাজ কারা, আর রাঘববোয়াল কারা। রাঘব বোয়ালদের বাঁচাতেই আমাকে ছাড়া একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে

৮. আমি দলকে যা জানাবার জানিয়েছি। দল যা ব্যবস্থা নেওয়ার নেবে

পাল্টা অরূপ রায় বলছেন…

১. বিজেপির কথা যদি আমার দলের কেউ বলে তার মানে কি হয় সেটা বুঝতে হবে

২. এটা কখনই কোনও দায়িত্বপূর্ণ দলের সাচ্চা কর্মীর পক্ষে শোভা পায় না

৩. দলের প্রার্থীকে যারা জোর করে রেগিং করে হারায় কিংবা গোঁজ প্রার্থী দেয়, তাদের মুখে এসব কথা মানায় না

৪. তাকে বারবার বৈঠকের জন্য ডাকা হয়েছে, প্রেস কনফারেন্স এর জন্য ডাকা হয়েছে, কিন্তু তিনি আসেননি

৫. চাইলে উনি দলের মধ্যেই এ নিয়ে কথা বলতে পারতেন, সাংবাদিকদের সামনে নয়

৬. দলের নির্দেশেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দল যদি মনে করে আরও কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, তাহলে তাই হবে

শাসকদলের দুই মন্ত্রীর প্রকাশ্যে এই আকচা-আকচি দল কীভাবে নেয় সেটাই দেখার!

Previous articleকরোনা আক্রান্ত লক্ষীরতন শুক্লার স্ত্রী, হোম কোয়ারেন্টাইনে গোটা পরিবার
Next articleরাজারহাট-গোপালপুরে এবার তৃণমূল প্রার্থী দেবরাজ চক্রবর্তী? জোর গুঞ্জন