Monday, August 25, 2025

মনুয়া কান্ডের ছায়া: স্বামীকে খুন করে রান্নাঘরের মেঝেতে পুঁতে দিল স্ত্রী ও তার প্রেমিক!

Date:

ফের মনুয়া কান্ডের পুনরাবৃত্তি। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক। আর তার জেরেই স্বামীকে খুন করে রান্নাঘরের মেঝেতে পুঁতে দিল স্ত্রী ও তার প্রেমিক। শুধু তাই নয়, সমস্ত প্রমাণ লোপাটের জন্য মেঝে ফের সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ধরা পরে অভিযুক্ত।

শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ধান্যগর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম নুর মহম্মদ(৩৪)। অভিযুক্ত স্ত্রী আসমা বিবি(২৭) এবং তার প্রেমিকের নাম দুলাল আলি।
পুলিশ জানিয়েছে, প্রায় ১৮ বছর নুর মহম্মদের সঙ্গে বিয়ে হয় আসমা বিবির। বিয়ের ২ বছর পরই শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা দুলাল আলির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে আসমা বিবির। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসাও হয়। এলাকায় সালিশি সভাও বসে।

জানা গিয়েছে, সালিশি সভায় আসমা চূড়ান্ত অপমানিত হয় এবং সেখানে দুলাল হুমকিও দেয় যে, এক মাসের মধ্যে নূরকে মেরে দেওয়ার।
তারপরই গত আট দিন ধরে কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না নূর মহম্মদের। নন্দকুমার থানায় নিখোঁজ ডায়েরি করে নূরের পরিবার। এরপরই আসমা বিবির উপর সন্দেহ হয়। তাকে আটক করে নন্দকুমার থানার পুলিশ জেরা শুরু করে। পুলিশের দফায় দফায় জেরার মুখে ভেঙে পড়ে আসমা বিবি। অবশেষে স্বীকার করে নেয় যে,প্রেমিকের সহযোগীতায় স্বামীকে খুন করে দেহ লুকিয়ে রেখেছে সে।
এই কথা জানার পরই শুক্রবার গভীর রাতে নন্দকুমার থানার পুলিশ আসমা বিবিকে সঙ্গে নিয়ে তার বাপের বাড়ি যায়। ফতেপুর গ্রামের বাপের বাড়ির রান্নাঘরে পুঁতে দেওয়া ছিল নূর মহম্মদের দেহ। এদিকে এই ঘটনার খবর জানাজানি হতেই অভিযুক্ত আসমার বাড়িতে ভাঙচুর চালায় নিহতের পরিবারের সদস্যরা। ঘটনায় জড়িত সন্দেহ আসমা বিবির মাকেও আটক করেছে পুলিশ। পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে চালানো হচ্ছে আসমার প্রেমিকেরও।

Related articles

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...
Exit mobile version