Friday, January 9, 2026

মহামারি পরিস্থিতিতে পঠন পাঠন নিয়ে ধন্দে পড়ুয়ারা

Date:

Share post:

মহামারির দাপটে জেরবার সারা বিশ্ব। এর প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। এই অবস্থায় সবথেকে বেশি সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন। এরপরই একের পর এক সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু এই অবস্থায় কী হবে ভবিষ্যৎ তা নিয়ে শঙ্কায় পড়ুয়ারা।

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন স্পষ্ট জানিয়েছে, চূড়ান্ত বর্ষ বা ফাইনাল সেমিস্টার ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে। একই সঙ্গে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় সেমিস্টার ও স্নাতক স্তরের ৪ সেমিস্টার বাধ্যতামূলক। আবার রাজ্য সরকার ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজরি পাঠিয়েছে। যেখানে বলা হয়েছে, চূড়ান্ত বর্ষ বা ফাইনাল সেমিস্টার ৮০ শতাংশ এবং ২০ শতাংশের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে রাজ্য জানিয়েছে, দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের পড়ুয়াদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করতে হবে। যদিও কী পদ্ধতিতে মূল্যায়ন হবে তা স্পষ্ট করেনি রাজ্য।

যদিও এ বিষয়ে শিক্ষাবিদদের একাংশ বেশ কিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন। পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেবাশিস সরকার বলেন, যে পড়ুয়াদের ইতিমধ্যে কোনও একটি বা একাধিক বিষয়ে অথবা কোনও বিষয়ে একাধিকবার ব্যাক আছে সেক্ষেত্রে কীভাবে তাঁদের মূল্যায়ন হবে তা স্পষ্ট নয়।

ছাত্রছাত্রীদের বক্তব্য, মহামারির জেরে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছেন তাঁরা। কেন্দ্র- রাজ্যের দোলাচলে কী হবে বুঝতে পারছেন না। ইউজিসির নির্দেশিকা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে রাজ্য। এদিকে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ঠিক করেছেন রাজ্যের পরামর্শ অনুযায়ী মূল্যায়ন করা হবে। অর্থাৎ চূড়ান্ত বর্ষ বা ফাইনাল সেমিস্টার ৮০ শতাংশ এবং ২০ শতাংশের ভিত্তিতে মূল্যায়ন হবে। দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের পড়ুয়াদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করতে চাইছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...