Saturday, July 5, 2025

মালদার বামনগোলা ব্লকের মহেশপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলোনি এলাকা। এই গ্রামে বসবাস করে প্রায় ১০০-র বেশি পরিবার। তাদের জন্য এমজিএনআরজিএসের অধীন মুরগির খামার তৈরির প্রকল্পের বরাত আসে। সেই মতো এলাকায় বাড়ি বাড়ি মুরগির খামার তৈরির প্রকল্প নেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সেখানে ৮-১০ হাজার টাকায় মুরগির খামার তৈরি করা হয়েছে। চারটি পিলার,ওপরে টিন ও পাশে নেট দেওয়া হয়েছে । অথচ একটি ঘরের জন্য বরাদ্দ করা হয়েছে ১লক্ষ ৪১হাজার টাকা। অভিযোগ, বর্তমানে যেভাবে খামার তৈরি হয়েছে তাতে ১০হাজার টাকার বেশি খরচ হয় না। এমনই এক উপভোক্তা লালমনি সোরেন জানিয়েছেন, পঞ্চায়েতের পক্ষ থেকে তার বাড়ির ভেতর মুরগির ঘর বানানোর জন্য ১৪/৬ ফিটের ঘর তৈরি করা হয়। যেখানে দুদিকে দুটি পিলার করা হয়েছে ও বাকি নেট দেওয়া হয়েছে।
মাথার ওপর রয়েছে কয়েকটি টিন। তারা এখনও কোনও পারিশ্রমিক পাননি।
প্রতিটা ঘরে ১ লক্ষ ৪১ হাজার টাকা করে বিল করা হয়েছে। পাঁচটা টিনের দাম ধরা হয়েছে ৬০ হাজার টাকা। টিন লাগানোর স্ক্রুয়ের দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা। এই করে প্রায় ২ কোটি টাকা মেরে দিয়েছেন প্রধান ও তার সহযোগীরা। তিনি গোটা বিষয়টি নিয়ে বামন গোলা ব্লকের বিডিও ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রধান। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন বামনগোলা ব্লকের বিডিও।

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version